Header Ads

না না যেও না - Na Na Jeyo Na Bhootchakra Lyrics In Bengali



না না যেও না - Na Na Jeyo Na Bhootchakra Lyrics In Bengali


Na Na Jeyo Na Mp3 Song Lyrics In Bengali
Na Na Jeyo Na Mp3 Song Lyrics In Bengali


Film: Bhootchakra Pvt. Ltd.
Director: Haranath Chakraborty
Title: Na Na Jeyo Na 
Vocals: Somlata 
Lyrics: Anupam Roy
Music: Anupam Roy
Tabla: Joydeb Nandy 
Flute: Sushanta Nandi
Arranged and programmed by Shamik Chakraborty 
Recorded by: Debojit Sengupta and Subhranil  Basu
Recording Studio: Sonic Solution

Na Na Jeyo Na Lyrics in Bengali ( না না যেও না লিরিক্স ভূতচক্র ):


না না যেও না, যেও না চলে;
থাকো কিছুক্ষণ ।
না না ফুরিয়ে যায়নি দেখো,
এ মধু লগন ।
তুমি আছো তাই, ভালো লাগে
এ পোড়া জীবন ।
এভাবে বলোনা গো বিদায় ।

না না যেও না, যেও না চলে;
থাকো কিছুক্ষণ ।

ভেঙে দাও এ হৃদয়, ভেঙে দাও
প্রতিবার ।
তবু হাসি মুখে আমি হয়েছি
তোমার ।
মনে রাখিনা কিছুই আমি
সব ভুলে যাই ।
এভাবে বলোনা গো বিদায় ।

না না যেও না, যেও না চলে;
থাকো কিছুক্ষণ ।

যদি একদিন ভালোবাসা
সুরে তুমি গাও ।
সবার আড়ালে যদি
আমাকে শোনাও ।
আমি সে গানে গাঁথবো মালা
ভরা জোছনায় ।
এভাবে বলোনা গো বিদায় ।



Na Na Jeyo Na (Lyrical)| Bhootchakra Pvt. Ltd.| Soham| Bonny | Gaurav | Srabanti | Rittika | Somlata


Na na jeyo na, jeyo na chole;
Thako kichukhyon.
Na na phuriye jaini dekho
E modhu logon.
Tumi achho tai, bhalo lagey
E pora jibon.
Ebhabe bolona go biday.

Na na jeyo na, jeyo na chole;
Thako kichukhyon.

Bhenge dao e hridoy,
Bhenge dao protibar.
Tobu hasi mukhe ami
Hoyechi tomar.
Mone rakhina kichui ami
Sob bhule jai.
Ebhabe bolona go biday. 


No comments: