Header Ads


sponsored

অযোধ্যার জমিতে তৈরি হবে রাম মন্দির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট



Ayodhya Land, Ram Mandir, Supreme Court


প্রায় 500 বছরের বির্তকের অবসান হলো অযোধ্যা জমি শর্তসাপেক্ষে দেয়া হোক হিন্দুদের এমনই রায় দিলেন সুপ্রিম কোর্ট। সারাদেশ যে বিতরকের অবসান এর কথা ভাবছিলেন সেই বিতর্ক আজ অবসান হলো অযোধ্যার জমি শেষপর্যন্ত রামের মন্দিরের কাজেই ব্যবহার হবে এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। তবে মুসলিমদের মসজিদ তৈরি করার জন্য বিকল্প 5 একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত । সুপ্রিম কোর্ট আরো নির্দেশ দিয়েছেন , ৩-৪ মাসের মধ্যে তৈরি করতে হবে ট্রাস্ট। তারাই বিতর্কিত জমিতে মন্দির নির্মাণের জন্য রূপরেখা তৈরি করবে।



No comments: