Header Ads

ভাইরাল হচ্ছে নচিকেতার লেখা - Corona নিয়ে নতুন কবিতা - ভিডিও দেখুনকরোনা তুমি চলে যাও, শুধু ভয়টাকে রেখে যাও 
ভাইরাল হচ্ছে নচিকেতার লেখা - Corona নিয়ে নতুন কবিতা - ভিডিও দেখুন 

করোনা তুমি চলে যাও, শুধু ভয়টাকে রেখে যাও


করোনা তুমি চলে যাও, শুধু ভয়টাকে রেখে যাওনচিকেতা চক্রবর্তী সোমবার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে, পাবলিশ করেছেন করোনা নিয়ে একটা কবিতা । তার এই কবিতায় সভ্যতার নামে এই দূষণের কথা উল্লেখ করা হয়েছে । তিনি বলেছেন করোনা তুমি চলে যাও কিন্তু তোমার এই ভয়টা কি রেখে যায় । যাতে পৃথিবীতে আর দূষিত না হতে পারে মানুষের কাছ থেকে দূষণমুক্ত হতে পারে । শুধুমাত্র করোনা এই ভয়ের জন্য আমাদের দেশ বিভেদহীন দেশ তৈরি হয়েছে ।

No comments: