Header Ads

আমি দুঃখিত, ক্ষমা চাইলেন বাংলাদেশী গায়ক নোবেল ম্যান - Nobel Man Bangladeshi Singer


আমি দুঃখিত, ক্ষমা চাইলেন বাংলাদেশী গায়ক নোবেল ম্যান 
( Nobel Man Bangladeshi Singer )


মাঈনুল আহসান নোবেল বা নোবেল ম্যান বাংলাদেশী একজন গায়ক।  ভারতীয় টেলিভশন শো সারেগামাপা থেকে জনপ্রিয়তা লোভ করে । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নোবেল ম্যানের, কুরুচি মন্তব্যের একটি পোস্ট ভাইরাল হয়েছিল । 


 
এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি , তার ফেসবুক পেজে একটি ভিডিও র মাধ্যমে ক্ষমা চেয়েছেন। নোবেল বলেছেন, ‘আমি বোধ হয় একটু বেশি বেশি করে ফেলেছি। মানুষ জন আমার ওপর ক্ষিপ্ত অবস্থায় আছেন। সে জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত......


No comments: