চাকরি পাওয়া এখন সহজ | Pravasi Rojgar | Sonu Sood
চাকরি পাওয়া এখন সহজ | Pravasi Rojgar | Sonu Sood
চাকরি পাওয়া এখন সহজ | Pravasi Rojgar | Sonu Sood
Website : - Pravasi Rojgar
— sonu sood (@SonuSood) July 22, 2020
বলিউড এ কেউ হয়তো দেশের জন্য এতটা ভাবেনি, তবে সোনু সুদ ভাবছেন সেটা বলাই যেতে পারে। লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ীদের বাড়ি ফিরিয়েছেন তিনি, এবার রোজগার এর পালা। শ্রমিকদের কাজ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন সোনু সুদ ।
শ্রমিকদের যাতে কাজ পেতে সাহায্য হয়, তার জন্য বিশেষ ওয়েবসাইট লঞ্চ করেছেন সোনু সুদ ।
তিনি একটি ভিডিও শেয়ার করে বলেছেন :
অনেকেই গ্রামে চলে তো গেছেন কিন্তু ওদের কাজের দরকার আছে, তাতে আপনার শহর হোক বা অন্য কোনো শহর। এখন সবাই কাজের জন্য চেষ্টা করছেন, এই জন্যই আমরা বানিয়েছি প্রবাসী রোজগার, যেটা আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যাবে। আর আপনাকে সেই চাকরি পাবে যেটা আপনার খোঁজ ছিল। মহামারী আমাদের কে নত করতে পারবে না । আপনার সাফল্য জন্য আমাদের একটা ছোট প্রচেষ্টা। এবার আমরা সাহায্য করবো সঠিক কাজ দেবার জন্য। কল করুন বা রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইট এ। প্রবাসী রোজগার আপনার সফর এর হামসফোর - আবার ভারত হবে সফল। জয় হিন্দ
No comments: