গরিবের ভগবান সনু সুদ বললেন : তারা আর অনাথ নয়, এদের দায়িত্ব আমার - Sonu Sood
গরিবের ভগবান সনু সুদ বললেন : তারা আর অনাথ নয়, এদের দায়িত্ব আমার - Sonu Sood
গরিবের ভগবান সনু সুদ বললেন : তারা আর অনাথ নয়, এদের দায়িত্ব আমার - Sonu Sood
সনু সুদ এর নাম ইন্টারনেটজুড়ে ছেয়ে আছে আবারো ইন্টারনেটে ভাইরাল হলো সনু সুদ। তিনি তিনজন অনাথ শিশুর দায়িত্ব নিলেন ।
রাজেশ কারানাম নামে এক ব্যক্তি টুইট করেছিলেন সনু সুদ কে তিনি লিখেছিলেন : তিনজন বাচ্চা তার বাবা-মাকে হারিয়েছে যাদাবারি ভুবনগিরি জেলা তেলাঙ্গানা থাকে । এই ৩ জন বাচ্চার কেউ নেই এবং বড়ো ছেলেটি তাদের খেয়াল রাখে। তারা এখন অনাথ, তারা আপনার সহায়তা চাইছে। তাদের সাহায্য করুন।
এই টুইটের জবাবে তিনি লেখেন তারা আর অনাথ নয়, এদের দায়িত্ব আমার
They are no longer orphans.— sonu sood (@SonuSood) July 31, 2020
They will be my responsibility ❣️ https://t.co/pT0hQd4nCx
No comments: