Sakhi Vabna Kahare Bole Lyrics | সখী ভাবনা কাহারে বলে, সখী, যাতনা কাহারে বলে
Sakhi Vabna Kahare Bole Lyrics | সখী ভাবনা কাহারে বলে, সখী, যাতনা কাহারে বলে
Sakhi Vabna Kahare Bole Lyrics | সখী ভাবনা কাহারে বলে, সখী, যাতনা কাহারে বলে
সখী, ভাবনা কাহারে বলে।
সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী
‘ভালোবাসা’ ‘ভালোবাসা’—
সখী, ভালোবাসা কারে কয়!
সে কি কেবলই যাতনাময় ।
সে কি কেবলই চোখের জল?
সে কি কেবলই দুখের শ্বাস ?
লোকে তবে করে কী সুখেরই তরে
এমন দুখের আশ ।
আমার চোখে তো সকলই শোভন,
সকলই নবীন, সকলই বিমল,
সুনীল আকাশ, শ্যামল কানন,
বিশদ জোছনা, কুসুম কোমল—
সকলই আমার মতো ।
তারা কেবলই হাসে, কেবলই গায়,
হাসিয়া খেলিয়া মরিতে চায়—
না জানে বেদন, না জানে রোদন,
না জানে সাধের যাতনা যত ।
ফুল সে হাসিতে হাসিতে ঝরে,
জোছনা হাসিয়া মিলায়ে যায়,
হাসিতে হাসিতে আলোকসাগরে
আকাশের তারা তেয়াগে কায় ।
আমার মতন সুখী কে আছে।
আয় সখী, আয় আমার কাছে—
সুখী হৃদয়ের সুখের গান
শুনিয়া তোদের জুড়াবে প্রাণ ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল
একদিন নয় হাসিবি তোরা—
একদিন নয় বিষাদ ভুলিয়া
সকলে মিলিয়া গাহিব মোরা।।
Sakhi Vabna Kahare Bole Lyrics
Sakhi, Vabna kahar bale?
Sakhi, jatona kahar bale?
Tomra ye bolo deebs-rajni
"bhalobasa" "bhalobasa"
Sakhi, bhalobasa kare kaya?
Se ki kevalai jatonamoi?
Se ki kevalai chokher jal?
Se ki kevalai dukher swasa?
Loke tave kare kii sukheri taray
Eman dukher aash?
Amar chokhe to sakali shobhan
Sakali nabin, sakali vimal
Sunil akash, shyamal kanan
Vishad josena, kusum komal
Sakali amarai mato
Tara kevalai hase, kevalai ga
Hasia khelia marite cha
Na jane vedan, na jane rodan
Na jane sadher yatna yat
Phul se hasite hasite jhar
Josena hasia mila ya
Hasite hasite alokasagar
Akasher tara teyag ka
Amar mato sukhi ke ach
A sakhi, a amar kache
Sukhi hridyer sukher gaan
Shunia toder jurave pran
Pratidin yadi kandibi kable
Ekadin naya hasibi tora
Ekadin naya vishad bhulia
Sakale milia gahib mora
Vabna kahar bale?
Sakhi, yatna kahar bale?
Tomra ye balo deebs-rajni
"bhalobasa" "bhalobasa"
Sakhi, bhalobasa kare kaya?
Se ki kevalai jatonamoi?
No comments: