ভারতে প্রথম বেসরকারি ট্রেন - তেজাস এক্সপ্রেস সময়সূচি - Bengali News
ভারতে প্রথম বেসরকারি ট্রেন - তেজাস এক্সপ্রেস সময়সূচি
ভারতে প্রথম বেসরকারি ট্রেন - তেজাস এক্সপ্রেস সময়সূচি |
News Source : India Today
ভারতে প্রথম বেসরকারি ট্রেন - তেজাস এক্সপ্রেস সময়সূচি
তেজাস এক্সপ্রেস ভারতের প্রথম Semi High Speed ট্রেন এবং ট্রেনটি পুরোপুরি Air-Condition ট্রেন । তেজাস এক্সপ্রেসটি স্বয়ংক্রিয় দরজা ( Automatic Door ) ও আরও আধুনিক ধরণের সুবিধা বৈশিষ্ট্য রয়েছে এই ট্রেনের মধ্যে ।
Tejas Express Train Inside Look |
দিল্লি-লক্ষ্ণৌ তেজাস এক্সপ্রেস বেসরকারি অপারেটরদের দ্বারা পরিচালিত প্রথম ট্রেন হতে চলেছে । দিল্লি-লক্ষ্ণৌ তেজাস এক্সপ্রেস ২০১৬ সালে ঘোষণা করা হয়েছিল তবে সম্প্রতি প্রকাশিত নতুন সময়সূচি চালু করা হয়েছিল । তেজাস এক্সপ্রেস আপাতত সকাল ৬টা ৫০ মিনিটে লক্ষ্ণৌ থেকে ছেড়ে দুপুর ১টা ৩৫ মিনিটে দিল্লি পৌঁছবে। আর দিল্লি থেকে বিকেল ৩টে ৩৫ মিনিটে ছেড়ে লক্ষ্ণৌ জংশন পৌঁছবে রাত ১০টা ৫ মিনিটে। সপ্তাহে ৫ দিন এই ট্রেন যাতায়াত করবে। কেবল বৃহস্পতিবার ও রবিবার চলবে না।
No comments: