Header Ads

Happy Independence Day ( স্বাধীনতা দিবস ) Special Song Lyrics In Bengali

Happy Independence Day ( স্বাধীনতা দিবস ) Special Song Lyrics In Bengali. 15th August 2019 We will Celebrates 73rd Independence Day of India.

২০১৯ এর 15 অগাস্ট আমরা ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস হিসাবে পালন করবো । শুভ স্বাধীনতা দিবসের বিশেষ দিনে বাছাই করা কিছু দেশাত্মবোধক গানের লিরিক্স দেওয়া হলো।



happy independence day image


1. Utho Go Bharata Lakhi Lyrics - জননী গো, লহো তুলে বক্ষে - Atul Prasad Sen



উঠো গো ভারত-লক্ষ্মী,
উঠো আদি-জগত-জন-পূজ্যা,
উঠো গো ভারত-লক্ষ্মী,
উঠো আদি-জগত-জন-পূজ্যা,

দুঃখ দৈন্য সব নাশি,
করো দূরিত ভারত-লজ্জা।
ছাড়ো গো ছাড়ো শোকশয্যা,
কর সজ্জা

2. Bolo Bolo Sobe Lyrics | Atul Prasad Sen | ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লবে


বল বল বল সবে শত বীণা-বেণু-রবে 
ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লবে 
ধর্মে মহান হবে কর্মে মহান হবে...
নব দিনমনি উদিবে আবার পুরাতন এ পুরবে ।

happy independence day image

3. Ekbar Biday De Ma - একবার বিদায় দে মা

একবার বিদায় দে মা ঘুরে আসি,
হাসি হাসি পরব ফাসি,দেখবে ভারতবাসি 
আমি হাসি হাসি পরব ফাসি, দেখবে ভারতবাসি
একবার বিদায় দে মা ঘুরে আসি 
কালের বোমা তৈরি করে,
দাড়িয়ে ছিলাম রাস্তার ধারে মাগো,
বড় লাটকে মারতে গিয়ে,
মারলাম আর এক ইংলেন্ড বাসি,
একবার বিদায় দে মা ঘুরে আসি

4. O Amar Desher Mati - ও আমার দেশের মাটি


ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।
ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥
ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।
ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।

happy independence day image

5. Dhono Dhanno Pushpe Bhora - ধন ধান্য পুষ্প ভরা | Jagoroner Gaan Lyrics


ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।



6. Agun Jalo Agun Jalo Lyrics - আগুন জ্বালো আগুন জ্বালো


ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো,
আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো....

ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো।
আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো....

একলা রাতের অন্ধকারে, আমি চাই পথের আলো ॥
একলা রাতের অন্ধকারে, আমি চাই পথের আলো ॥
আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো....


7. তিরঙ্গা পতাকা ওরে নিশান - Tiranga Pataka Ore Nishan Lyrics In Bengali



তিরঙ্গা পতাকা ওড়ে নিশান
বাতাসে বাতাসে বাজে বিশান 
কণ্ঠে এগিয়ে যাওয়ার গান 
করেছি উচ্চারণ
বন্দে মাতরম....., বন্দে মাতরম.....

তিরঙ্গা পতাকা ওড়ে নিশান
বাতাসে বাতাসে বাজে বিশান 
কণ্ঠে এগিয়ে যাওয়ার গান 
করেছি উচ্চারণ
বন্দে মাতরম....., বন্দে মাতরম.....

No comments: