মা লিরিক্স - Maa Lyrics | Arijit Singh | Gotro Movie ( গোট্রো )
মা লিরিক্স - Maa Lyrics | Arijit Singh | Gotro Movie ( গোট্রো )
Maa Song Is sung by Arijit Singh from Bengali Movie Gotro . Music Composed by Anindya Chattopadhyay.
Song : Maa
Movie : Gotro
Singer: Arijit Singh
Katha - Sur: Anindya Chatterjee
Musical Arrangements: Sovon Mukherjee
Mixed and Mastered by Kohinoor Mukherjee
Director : Nandita Roy & Shiboprosad Mukherjee
Produced by : Windows Production
মা লিরিক্স - Maa Lyrics by Arijit Singh from Gotro In Bengali
তুমি নরম ফুলের গান,
তুমি গরম ভাতের ভাপ,
তুমি অভিমানের চুপ,
তুমি কান্না জমা মোম।
আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা
আমি তোমার চোখের তারায় বাঁচি মা,
আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা
আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা,
আমি তোমায় ভালোবাসায় মুড়ে, রাখি মা।
নেই কোনো মাটির ঘরের কোন
গোধূলির শাঁকের আওয়াজ,
কাজল'লতার আলো টিপ
চাদর বিছিয়ে দেওয়া ভোর।
আমি ভালোবাসায় তোমায় মুড়ে, রাখি মা।
আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা
আমি তোমার চোখের তারায় বাঁচি মা,
আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা
আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা,
আমি তোমায় ভালোবাসায় মুড়ে, রাখি মা।
মা লিরিক্স - Maa Lyrics by Arijit Singh from Gotro In English
Tumi narama phulera gana,
tumi garama bhatera bhapa,
tumi abhimaanera cupa,
tumi kanna jamaa moma.
Ami tomar chayay chayay thaki maa
ami tomar chokher taraya banchi maa,
ami tomar mayai mayai thaki maa
ami tomaaya haoyaya abara ḍaki maa,
ami tomaaya bhalobasai muṛe, rakhi maa.
nei kono maaṭira gharera kona
godhulira sanker aoyaja,
kajalalatara alo ṭipa
cadara bichiye deoya bhora.
ami bhalobasai tomaaya muṛe, rakhi maa.
Ami tomar chayay chayay thaki maa
ami tomar chokher taraya banchi maa,
ami tomar mayai mayai thaki maa
ami tomaaya haoyaya abara ḍaki maa,
ami tomaaya bhalobasai muṛe, rakhi maa.
No comments: