Header Ads

দেখব এবার জগৎটাকে - Sankalpa | Bangla | Kobita | Chora



দেখব এবার জগৎটাকে - Sankalpa | Bangla | Kobita | Chora

দেখব এবার জগৎটাকে - Sankalpa - Bangla, Kobita, Chora

দেখব এবার জগৎটাকে - Sankalpa | Bangla | Kobita | Chora

Poetry - Sankalpa
Poet - Kazi Nazrul Islam

Sankalpa Bangla Kobita In Bengali


সংকল্প
 কাজী নজরুল ইসলাম

থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে, –
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,
কিসের আশায় করছে তারা বরণ মরন-যন্ত্রণারে।।

কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেঁচে মুক্তা আনে,
কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে।
জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি
যুদ্ধ-জাহাজ চলছে ছুটি,
কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু-যানে,
কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার-বানে।

কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে,
কিসের আভিযানে মানুষ চলছে হিমালয়ের চুড়ে।
তুহিন মেরু পার হয়ে যায়
সন্ধানীরা কিসের আশায়;
হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরে;
শুনবো আমি, ইঙ্গিত কোন ‘মঙ্গল’ হতে আসছে উড়ে।।

কোন বেদনায় টিকি কেটে চণ্ডু-খোর এ চীনের জাতি
এমন করে উদয়-বেলায় মরণ-খেলায় ওঠল মাতি।
আয়র্লণ্ড আজ কেমন করে
স্বাধীন হতে চলছে ওরে;
তুরস্ক ভাই কেমন করে কাটল শিকল রাতারাতি!
কেমন করে মাঝ-গগনে নিবল গ্রীসের সূর্য-বাতি।।

রইব না কো বদ্ধ খাঁচায়, দেখব এ-সব ভুবন ঘুরে-
আকাশ-বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চুঁড়ে।
আমার সীমার বাঁধন টুটে
দশ দিকেতে পড়ব লুটে;
পাতাল ফেড়ে নামব নীচে, ওঠব আবার আকাশ ফুঁড়ে;
বিশ্ব- জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে ।



Sankalpa Bangla Kobita In English

Sankalpa
Kazi Nazrul Islam

Thakabo nako baddha ghore, dekhabo ebar jagattake,
keman kare ghurache manush jugantarer ghurnipake.
Desa hate desh deshantare
chutache tara keman kare,
kisera nesay keman kore morache je bir lakhe lakhe,
kisera asai karche tara baran maran-jantranare..

Keman kare bira duburi sindhu senhce mukta ane,
keman kare dusahasi chalche ure swargapane.
Japate dhare dheuyera jhunti
juddha jahaj chalche chuti,
keman kare anache manik bojhai kare sindhu jane,
keman jore tanle sagar uthale othe joẏara bane.

Keman kare mathale pathar lakhi othen patal phunre,
kiser abhijane manush chalache himalayer chure.
Tuhin meru par haye jai
sandhanira kiser asay;
haui chare chay jete ke chandraloker acin pure;
sunabo ami, ingita kon ‘mangal’ hate asache ure..

Kon bedanai tiki kete chandu khora e chiner jati
eman kare udai-belai maran-khelai othal mati.
ayarland aaj keman kare
swadhin hate chalache ore;
turask bhai keman kare katala sikal ratarati!
Keman kare majh-gagane nibal griser surya-bati..

Raiba na ko baddha khanchai, dekhaba e sob bhuban ghure
akash batas chandra-tarai sagar-jale pahar-chunre.
amar simar bandhan tute
dash dikete paraba lute;
patal phere namabo niche, othaba abar akash phunre;
biswa  jagat dekhabo ami apana hatera muthoy pore..

No comments: