Header Ads


sponsored

কেন নাম হলো COVID-19 ? | COVID-19 এর পুরো নাম | Full Form Of COVID-19


কেন নাম হলো COVID-19 ? | COVID-19 এর পুরো নাম | Full Form Of COVID-19


কেন নাম হলো COVID-19 ? | COVID-19 এর পুরো নাম | Full Form Of COVID-19




পৃথিবী এখন করোনার সঙ্গে মোকাবিলা করছে। ২০২০ তে প্রকৃতির অনেক কিছুর সঙ্গে যুদ্ধ করেছে। কিন্তু সবথেকে ভয়াবহ হলো করোনা, পৃথিবীকে যেন জব্দ করে রেখেছে এই অদৃশ ভাইরাস। 
বিশ্ব এর মানুষ কখনো এমন ভাবে জব্দ হয়েছে কি না তও জানা নেই ? মানুষ এর মনে এমন অনেক ধরণের প্রশ্ন আছে। তার মধ্যে একটি হলো - কেন নাম হলো COVID-19 ?

উত্তর : COVID-19 এর পুরো নাম হলো 
CO - CORONA 
VI - VIRUS 
D - DISEASE 
19 - এই ভাইরাসটি ২০১৯ সালে প্রথম পাওয়া যায় তাই ১৯ লিখা হয়। 


No comments: