Important Bana Sahayak GK Question Answer in Bengali | বন সহায়ক | Forest Dept West Bengal
Important Bana Sahayak GK Question Answer in Bengali | বন সহায়ক | Forest Dept West Bengal
Important Bana Sahayak GK Question Answer in Bengali | বন সহায়ক | Forest Dept West Bengal
পশ্চিমবঙ্গ বনদপ্তরে ( Forest Dept West Bengal ) বন সহায়ক ( Bana Sahayak ) পদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ( GK Question Answer in Bengali ) দেওয়া হলো।
১. কত সালে ভারতবর্ষের বন সংরক্ষণ আইন পরিবর্তন হয় ?
Answer : ১৯৮০
২. কবে বিশ্ব অরণ্য দিবস পালিত হয় ?
Answer : ২১ মার্চ
৩. পশ্চিমবঙ্গের কত শতাংশ জায়গাতে অরণ্য ?
Answer : ১৩.৩৮%
৪. সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কোন সালে ঘোষিত হয় ?
Answer : ১৯৮৯
৫. বল্লভপুর অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত ?
Answer : বীরভূম জেলা
৬. সুন্দরবন কোন জেলায় অবস্থিত ?
Answer : দক্ষিণ ২৪ পরগনা
৭. PCCF এর পুরো নাম কি ?
Answer : Principal Chief Conservator of Forests
৮. IUCN এর পুরো নাম কি ?
Answer : International Union for Conservation of Nature
৯. WWF এর পুরো নাম কি ?
Answer : World Wide Fund
১০. যৌথ বন পরিচালন ব্যবস্থা পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায় ?
Answer : পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকার বনাঞ্চল আরাবাড়ি
১১. বিশ্ব পরিবেশ দিবস ২০২০ এ ভারতে থিম কি ছিল ?
Answer : জীববৈচিত্র্য / Biodiversity
১২. ভারতের কোথায় বোটানিক্যাল সার্ভে তিনটি নতুন প্রজাতির উদ্ভিদ আবিষ্কার করেছে?
Answer : কলকাতা
১৩. ভারতে সর্বপ্রথম কোথায় পশুদের Isolation ward তৈরী করা হয়েছে ?
Answer : ঝাড়খন্ড এর Corbett National Park
১৪. বৃহত্তম এককোষী শৈবালের নাম কি?
Answer : অ্যাসিটেবুলেরিয়া
১৫. ভারতের সংবিধান তৈরী করতে কত দিন সময় লেগেছিল?
Answer : ২ বছর ১১ মাস ১৮ দিন
১৬. ওজোন স্তরে গর্ত হবার জন্য দায়ী কোন গ্যাসটি?
Answer : ক্লোরোফ্লুরো কার্বন
১৭. ফল পাকানোর জন্য কোন রাসায়ানিক ব্যবহার করা হয়?
Answer : ইথিলিন
১৮. বেকিং পাউডারের রাসয়ানিক নাম কী ?
Answer : সোডিয়াম বাই কার্বোনেট
১৯. ভারত ও পাকিস্থান দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল কোন আইনের দ্বারা?
Answer : ভারতীয় স্বাধীনতা আইন বা Indian Independence Act 1947
২০. ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল?
Answer : ২৬শে নভেম্বর ১৯৪৯
২১. “রাজীব গান্ধী খেলরত্ন” পুরষ্কার কবে থেকে চালু হয়েছিল?
Answer : ১৯৬২
Good question
ReplyDelete