হন্ডাই শোরুমে চাকরি পেলো রাস্তার কুকুর | Tucson Prime
হন্ডাই শোরুমে চাকরি পেলো রাস্তার কুকুর | Tucson Prime
হন্ডাই শোরুমে চাকরি পেলো রাস্তার কুকুর | Tucson Prime
শুনতে অবাক লাগলেও পৃথিবীতে কিছু কিছু ঘটনা আমাদেরকে চমক দিয়ে থাকে। রাস্তার কুকুরকে চাকরি দিয়ে ব্রাজিলের হোন্ডাই শোরুম টি এখন ইন্টারনেটে অনেক মানুষের হৃদয় স্পর্শ করেছে। শোরুম থেকে কুকুরটির জন্য একটি আইডি কার্ড দেওয়া হয়েছে । ইনস্টাগ্রামে Tucson Prime এই নাম অনুসারে এই কুকুরটি এখন নেট দুনিয়ায় ভাইরাল, প্রায় ৪০ হাজার মানুষ তাকে ফলো করছে।
A pooch always around the Hyundia showroom was adopted and stays at the showroom now. Such a nice story. Be kind. That’s all there is to be! pic.twitter.com/wHXpQAEWjw— Natasha A. (@Grammar_nazzzi) August 4, 2020
No comments: