Sonu Sood কে সম্মান জানাতে SpiceJet এর বিমান
Sonu Sood কে সম্মান জানাতে SpiceJet এর বিমান
Sonu Sood কে সম্মান জানাতে SpiceJet এর বিমান
চলচ্চিত্র জগতের খলনায়ক আজ মানুষ এর কাছে দেবতা । ভারতের ইতিহাসে সোনু সুদ এর নাম চির স্মরণীয় হয়ে থাকবে । লকডাউন চলা কালীন ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে তার সেই নিস্বার্থ ভাবে কাজ মানুষের হৃদয়ে গাঁথা আছে । রাস্তায় নেমে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করেন তিনি, মুখে তুলেদেন দু মুঠো খাবার ও জল। শুধু তাই নয়, দেশের জন্য কাজ, দশের জন্য কাজ করেছেন তিনি, গরিব শিশুদের পড়াশোনার খরচ থেকে শুরু করে অসুস্থদের চিকিৎসার ব্যবস্তা করেছে তিনি । তাই তাকে সম্মান জানাতে একটা গোটা বিমানের গায়ে আঁকা হলো তার বিশাল বড় ছবি। সেই SpiceJet এর বিমানে দেওয়া হয়েছে সেই ছবি এবং লেখা আছে " A Salute to the Saviour Sonu Sood " . সেই ছবি শেয়ার করেছে সোনু সুদ নিজে এবং লিখেছেন,
( Humbled... Reminds me of my journey from Moga,Punjab to Mumbai on an unreserved ticket. Miss my parents more today 🙏 ) ‘ বিনীত... মোগা থেকে ‘অসংরক্ষিত টিকিটে মুম্বই আসার দিনগুলো খুব মনে পড়ছে । আজ আমার বাবা-মায়ের কথা খুব মনে পড়ছে।
Remember coming from Moga to Mumbai on an unreserved ticket.
— sonu sood (@SonuSood) March 20, 2021
Thank you everyone for all the love. Miss my parents more. @flyspicejet pic.twitter.com/MYipwwYReG
No comments: