Bhogoban( ভগবান ) 2.0 Lyrics | Bojhena Shey Bojhena | Arijit | Somlata | Unreleased Version
Bhogoban( ভগবান ) 2.0 Lyrics | Bojhena Shey Bojhena | Arijit | Somlata | Unreleased Version
Bhogoban( ভগবান ) 2.0 Lyrics | Bojhena Shey Bojhena | Arijit
Film : Bojhena Shey Bojhena
Starring : Soham, Mimi Chakraborty, Abir Chatterjee, Payel Sarkar & others.
Producer : SVF Entertainment Pvt. Ltd
Presenter : Shrikant Mohta & Mahendra Soni
Direction : Raj Chakraborty.
Music: Arindom.
Singer : Arijit Singh & Somlata Acharya Chowdhury.
Lyrics : Prasen
Bhogoban 2.0 Lyrics
একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়
বড্ড বেমানান সে, শহরের তুলনায়
একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়
বড্ড বেমানান সে, শহরের তুলনায়
না না না নাম না জানি, ধাম না জানি
জুটলো কপালে, এদিকে রোদ্দুরেতে বৃষ্টি এসে
নামলো অকালে, ভগবান ভগবান
ফেলেছ এনে কার পাল্লায়, নড়েনা চড়েনা
নতুন মেয়ে কোলকাতায়, ভগবান ভগবান
ফেলেছ এনে কার পাল্লায়, নড়েনা চড়েনা
নতুন মেয়ে কোলকাতায়
যখন তখন ভয়ের বাশি, বয়সে এইটিন
চয়েসে আশি, কি নিদারুন আও পাতাসি
দেখলে হাসি পায়, যখন তখন ভয়ের বাশি
বয়সে এইটিন চয়েসে আশি
কি নিদারুন আও পাতাসি পড়ল আমার গলায়
ও ও নাম না জানি ধাম না জানি
জুটলো কপালে এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে
নামলো অকালে
যখন তখন ধোয়ায় টানে, হাটে না দৌড়োয় কে জানে
বাবু হরদম ফুল মোশনে, আমায় ভুল বোঝায়
যখন তখন ধোয়ায় টানে, হাটে না দৌড়োয় কে জানে
বাবু হরদম ফুল মোশনে, পড়েছি এ কার গলায়
হো হো পথ চিনিনা ঘাট চিনিনা
চলবো কি করে, এদিকে যাকে তাকে ভরসা করে
বলবো কি করে, ভগবান ভগবান
পড়েছি এসে কার পাল্লায়, জানি না, শুনি না
অচেনা এই কোলকাতায়, ভগবান ভগবান
পড়েছি এসে কার পাল্লায়, জানি না, শুনি না
অচেনা এই কোলকাতায়
একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়
বড্ড বেমানান সে, শহরের তুলনায়
ও ও নাম না জানি, ধাম না জানি
জুটলো কপালে, এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে
নামলো অকালে, ভগবান ভগবান
ফেলেছ এনে কার পাল্লায়, নড়েনা চড়েনা
নতুন মেয়ে কোলকাতায়, ভগবান ভগবান
ফেলেছ এনে কার পাল্লায়, নড়েনা চড়েনা
নতুন মেয়ে কোলকাতায়, ভগবান ভগবান
ফেলেছ এনে কার পাল্লায়, নতুন মেয়ে কোলকাতায়
ফেলেছ এনে কার পাল্লায়, নতুন মেয়ে কোলকাতায়
ভগবান......
Nice Lyrics
ReplyDelete