Header Ads

সিদ্ধিদাতা গণেশের এক দাঁত ভাঙা কেন ? গণেশ কেন একদন্ত ? Ganesh Broken Tooth Fact

 সিদ্ধিদাতা গণেশের এক দাঁত ভাঙা কেন ? গণেশ কেন একদন্ত ? Ganesh Broken Tooth Fact

সিদ্ধিদাতা গণেশের এক দাঁত ভাঙা কেন ? গণেশ কেন একদন্ত ? Ganesh Broken Tooth Fact

সিদ্ধিদাতা গণেশের এক দাঁত ভাঙা কেন ? গণেশ কেন একদন্ত ? Ganesh Broken Tooth Fact 



মহাভারত এর রচনা করেন ব্যাসদেব, এতো বড় গ্রন্থ রচনা করার জন্য একজন লেখক এর প্রয়োজন ছিল । এতো বড় গ্রন্থ রচনা করতে ধীর গতিতে লিখলে তা অনেক সময় সাপেক্ষ ছিল । তাই এই কাজের জন্য সিদ্ধিদাতা গণেশের প্রয়োজন হয় ।

ব্যাসদেব এর সঙ্গে গণেশ মহাভারত লিখতে বসেন, গণেশ সেই সময় ব্যাস দেব কে বলেন । এই গ্রন্থ লেখার সময় গণেশ ব্যাসদেবের সঙ্গে এক শর্ত রাখেন, যে সময় থেকে এই গ্রন্থ লেখা শুরু হবে সেই সময় থেকে তিনি যেনো বলা বন্ধ না করেন, অর্থাৎ বাধাহীন ভাবে বা বিরতি ছাড়াই বলে যাবেন । ব্যাস দেব শর্তে মঞ্জুর হয়, শুরু হয় মহাভারত এর রচনা । কালক্রমে মহাভারত লিখতে লিখতে গণেশের কলম ভেঙে যায় । কিন্তু তার বেদ ব্যাস এর সঙ্গে শর্ত ছিল লেখা বন্ধ করা যাবে না। সেই শর্তের কথা ভেবে, গণেশ তার একটি দাঁত ভেঙে লেখা শুরু করেন ।


No comments: