Header Ads

বাংলায় জানুন ইন্স্যুরেন্স মানে । Insurance Meaning In Bengali

 বাংলায় জানুন ইন্স্যুরেন্স মানে । Insurance Meaning In Bengali

বাংলায় জানুন ইন্স্যুরেন্স মানে । Insurance Meaning In Bengali

বাংলায় জানুন ইন্স্যুরেন্স মানে । Insurance Meaning In Bengali



সঞ্চয় হচ্ছে মানুষের কাছে পৃথিবীর সব থেকে শক্তিশালী অস্ত্র বা ব্রম্হাস্ত্র । মধ্যবিত্ত পরিবারের কাছে, সঞ্চয় হলো যেন বৃহৎ কষ্টের ব্যাপার তা ব্যক্তিগত ভাবেই হোক বা ইন্স্যুরেন্স এর মাধ্যমেই হোক । ইন্স্যুরেন্স হল অর্থের বদলে জীবন, ধনদৌলত বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ন্যায্য ও নির্দিষ্ট ঝুঁকির স্থানান্তর । অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ইন্স্যুরেন্স হল এমন এক ধরণের কার্যকরী ঝুঁকিহীন ব্যবস্থা, যে ব্যবস্থা গ্রহণ করলে যে কোনো মানুষ বা যে কোনো ব্যবসাকে বিভিন্ন আর্থিক ক্ষতি বা ঝুঁকির হাত থেকে রক্ষা করা যেতে পারে । 

ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রিমিয়াম দেওয়ার মাধ্যমে, ইন্স্যুরেন্স করা ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্ভাব্য ক্ষতি থেকে মুক্ত থাকে এবং অসংখ্য ইন্স্যুরেন্স করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রিমিয়াম সংগ্রহ করে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মূলধন সংগ্রহ করে। ইন্স্যুরেন্স কোম্পানির সহযোগিতা ছাড়াও ব্যক্তিগতভাবে অর্থ সঞ্চয় করলে সম্ভাব্য ঝুঁকির চিন্তা থেকে মুক্ত থাকা যায় । Insurance প্রক্রিয়া, ক্ষতির ধরন এবং ক্ষতিপূরণ নির্ধারণে কিছু নীতি অনুসরণ করতে হবে ।  ইন্স্যুরেন্স এর বাংলা মানে হলো বীমা । 


No comments: