Header Ads

Indian Railway : Train-এর বাংলা মানে কি ? | Train Meaning In Bengali

 Indian Railway : Train-এর বাংলা মানে কি ? | Train Meaning In Bengali


Indian Railway : Train-এর বাংলা মানে কি ? | Train Meaning In Bengali

Indian Railway : Train-এর বাংলা মানে কি ? | Train Meaning In Bengali


ভারতবর্ষের প্রতিটা প্রান্তে সব থেকে কম খরচে যেতে আমরা ব্যবহার করি ট্রেন । হ্যা ভারতবর্ষের প্রতিটা নাগরিক ভারতীয় রেল এর এই সুলভ পরিষেবা ব্যবহার করে থাকে, এবং ভারতবর্ষের অর্থনীতিতেও ভারতীয় রেলের অনেক বড়ো ভূমিকা আছে । ভারতীয় রেল পরিষেবা বিশ্বের চতুর্থ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক । প্রতিদিন কোটি কোটি মানুষের কাছে যাতায়াত ও ভ্রমণ পরিষেবার মাধ্যম হিসাবে ভারতীয় রেলের পরিষেবা অপরিসিম । যাই হোক আমার যে যাতায়াত ও ভ্রমণ পরিষেবার জন্য ট্রেন ব্যবহার করি তার বাংলা মানে হয়তো অনেকেই জানেন না ।  ইংরেজিতে ট্রেন শব্দটি, এক ধরণের পরিবহণকে বোঝাতে ব্যবহার করা হয়। ট্রেন শব্দটি ফরাসি শব্দ ট্রেনার থেকে এসেছে । কিন্তু Train-এর বাংলা মানে কি তা আমাদের বেশির ভাগ মানুষের কাছে অজানা, আসলে আমরা কথা বলার সময় ট্রেন বা রেল ব্যবহার করি বলে এর বাংলা জানার দরকার হয় না । কিন্তু ট্রেনের বাংলা মানে আছে তা হলো - লৌহ পথ গামিনী’ বা ‘লৌহ শকট । 

লৌহ পথ গামিনী’ = লোহার পথে যে গমন করে বা যাতায়াত করে । 

‘লৌহ শকট = লোহা বাহন ।

No comments: