Header Ads

স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর একটি বক্তব্য । Beautiful Speech Independence Day

 স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর একটি বক্তব্য । Beautiful Speech Independence Day

স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর একটি বক্তব্য । Beautiful Speech Independence Day

স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর একটি বক্তব্য । Beautiful Speech Independence Day

আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সুন্দর বক্তব্য তুলে ধরা হলো ( 15 august speech in bengali ), ১৫ই আগস্ট এর এই দিনটি আমাদের ভারতবর্ষের সকলের কাছে একটি মহান দিন আজকের দিনে আমরা স্বাধীনভাবে বাঁচতে শিখেছি। দীর্ঘ ২০০ বছর পরাধীনতা থাকার পর আমরা স্বাধীনতা লাভ করেছি, তাই এই মহান দিনে সকল মহান ব্যক্তিদের শ্রদ্ধা জানাই।  স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর একটি বক্তব্য । Beautiful Speech Independence Day


Independence day speech in bengali

নমস্কার,
 এখানে উপস্থিত বরিষ্ঠ সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, এবং সহপাঠী ও ছোটদের আমার ভালোবাসা জানাই । শুভ সকাল সকলকে, শুধু শুভ সকাল বললে হয়তো ভুল হবে, আজ ভারতবর্ষের ৭৭ তম বছরের স্বাধীন সকালের দিন । আজ আমরা ভারতবর্ষের ৭৬ তম বছরের পূর্ণ স্বাধীনতা এবং ৭৭ বছরের জন্য স্বাধীনতা দিবস উৎযাপন করছি । আজকের সকাল যেমন স্বাধীন সকাল, আজ থেকে ৭৬ বছর আগে ভারতবর্ষের এই সকাল স্বাধীন ছিল না। স্বাধীনতার পূর্বে দীর্ঘ ২০০ বছর পর ইংরেজ শাসকের বেড়াজাল থেকে মুক্ত হয়েছিল আমাদের দেশ ভারতবর্ষ। শত শত মহান আত্মত্যাগী বীরপুরুষের অসীম সাহসিকতার জন্যই ভারতবর্ষ ১৯৪৭ সালে ১৫ই আগস্ট স্বাধীনতা লাভ করে।  আজ আমরা যে স্বাধীনভাবে বাঁচি তার পেছনে রয়েছে আমাদের দেশের হাজার হাজার বীরপুরুষের জীবনের বলিদান , তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা এই স্বাধীনতা পেয়েছি, আমরা কি করে ভুলি তাদের ।  নেতাজি, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রমূখ ব্যক্তিবর্গের কারণে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে।  আজকের এই মহান দিনে আমরা সেই আত্মত্যাগী মানুষদের শ্রদ্ধা জানিয়ে তাদেরকে নত মস্তিষ্কে প্রণাম জানায় । আজকের এই দিনে ভারতবর্ষের সমস্ত স্কুল কলেজ অফিস আদালত ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয় ও জাতীয় সংগীত গাওয়া হয় এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশবাসী একত্রিত হয়ে পতাকা উত্তোলন করেন, তবে বলা যায় যে এই মহান দিনটি আমাদের ঐক্য শক্তি সম্পর্কে শিক্ষা দেয় । ধন্যবাদ জয় হিন্দ 


No comments: