O Amar Desher Mati Lyrics | Rabindra Sangeet | ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
O Amar Desher Mati Lyrics | Rabindra Sangeet | ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
O Amar Desher Mati Lyrics | Rabindra Sangeet | ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকাই মাথা,
ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকাই মাথা,
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তুমি মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন
কোমল মূর্তি মর্মে গাঁথা।
ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকাই মাথা।
ওগো মা, তোমার কোলে জনম আমার
মরণ তোমার বুকে,
ও মা, তোমার কোলে জনম আমার
মরণ তোমার বুকে,
তোমার পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে,
অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা,
সকল-বহা মাতার মাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
ও মা, অনেক তোমার খেয়েছি গো,
অনেক নিয়েছি মা,
তবু জানি নে যে কী বা তোমায় দিয়েছি মা।
আমার জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে,
জনম গেল বৃথা কাজে
আমি কাটানু দিন ঘরের মাঝে,
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা।
O Amar Desher Mati Lyrics
Oh Amar Desher Mati
Tomar pore thekai matha
Oh Amar Desher Mati
Tomar pore thekai matha
Tomate bisshomoyir
Tomate bissho-maayer achol pata
Oh Amar Deser Mati
Tomar pore thekai matha
Tumi mishecho mor deher shone
Tumi milecho mor praane mone
Tumi mishecho mor deher shone
Tumi milecho mor praane mone
Tomar oi shyamal boron
komol murti morme gatha
Ogo maa tomar koley jonom amar
moron tomar buke
Ogo maa tomar koley jonom amar
moron tomar buke
Tomar pore khela amar dukkhe sukhe
Tumi onno mukhe tule dile
Tumi-sheetal jole jurailey
Onno mukhe tule dile
Tumi-sheetal jole jurailey
Tumi je sokol soha,
sokol boha maatar maata
Oh maa onek tomar kheyechi go
Onek niyechi maa
Tobu jani ni je ki ba tomay diyechi maa
Amar jonom gelo britha kaaje
Ami katanu din ghorer majhe
Tumi britha amar shokti dile shoktidata
Oh Aamar Deser Mati
Tomar pore thekai matha...
No comments: