Header Ads


রবির আলো - কলমে: মনোজ কুমার মন্ডল | Rabir Alo By Manoj Kumar Mandal | কবিতা | Bengali Poem Of Rabindranath Tagore

 রবির আলো  - কলমে: মনোজ কুমার মন্ডল |  Rabir Alo By Manoj Kumar Mandal | কবিতা | Bengali Poem Of Rabindranath Tagore 









রবির আলো  - কলমে: মনোজ কুমার মন্ডল |  Rabir Alo By Manoj Kumar Mandal | কবিতা | Bengali Poem



রবির আলো  - কলমে: মনোজ কুমার মন্ডল |  Rabir Alo By Manoj Kumar Mandal | কবিতা | Bengali Poem Of Rabindranath Tagore




রবির আলো

কলমে: মনোজ কুমার মন্ডল

আমি রবীন্দ্রনাথকে দেখিনি,
দেখেছি রবির কিরণ...
কি তীব্র, কি উজ্জ্বল,
মায়াবী আলোর বিকিরণ,

আমি দেখেছি তারে,
পথে পথে, 
পথে ও পথের প্রান্তে
দেখেছি তারে বারে বারে,
সাহিত্য পথের মন্ত্রে...
মহুয়া বনে নদীর পারে,
সুখ সাগরের তীরে,
জল তরঙ্গ ঝিলিমিলি করে,
বাউল গানের নীড়ে..
ঘন মেঘের সঙ্গে দেখি,
কালের যাত্রা পালায়,
গৃহপ্রবেশের অন্তরে দেখি,
দেখি মেঘমুক্ত মেলায় ।। 

জীবনস্মৃতির ছেলেবেলায়,
দেখি সেই দুই বিঘা জমি,
দুটি পাকা ফল লভিল ভূতল,
গরীব আজও বিচার পাইনি ।
কোন এক বসন্তের ডাকে,
প্রেমের পত্র দিয়েছিল বনফুল,
ছিন্নপত্রে ঘরে বাইরে,
আজ হারিয়েছে দুকূল ।।

রাজর্ষির চোখের বালি,
দেখেছি আমি কবে...
চার অধ্যায়ের যোগাযোগ,
শেষের কবিতায় পড়ে রবে ।
সোনার তরী, তাসের দেশে,
রক্তকরবীর অঞ্জলী,
মায়ার খেলায় ঋনশোধ,
ভানুসিংহের গীতাঞ্জলি ।।




No comments: