Header Ads

বিবাহের দিন বর ও কনেকে কেন উপবাস দিতে হয় ? কুসংস্কার ও বিজ্ঞান ?

বিবাহের দিন বর ও কনেকে কেন উপবাস দিতে হয় ? কুসংস্কার ও বিজ্ঞান ?




বিবাহের দিন বর ও কনেকে কেন উপবাস দিতে হয় ? কুসংস্কার ও বিজ্ঞান ?


শাস্ত্রে আছে মানুষ না খেয়ে মরে না, খেয়ে মরে । অর্থাৎ মানুষ দু-এক দিন না খেলে মরে না কিন্তু বেশি খাবার খাওয়ার ফলে মৃত্যু হতে পারে । মৃত্যু না হলেও অসুস্থ হওয়ার ঘটনা অনেক দেখা যায় । সে যাইহোক , বিয়ের দিন সাধারণ ভাবেই পাত্র-পাত্রী মানসিক চাপে থাকে, এর মধ্যে খাওয়া-দাওয়ার অনিয়ম ঘটলে পেটের নানা রকম রোগ হতে পারে । অম্বল, বমি,মাথা ধরা, গ্যাস, এই ধরণের রোগ বা শরীর অসুস্থ হয়ে পড়তে পারে । 


তাছাড়া এত বড়ো একটি সামাজিক অনুষ্টানে বর ও কনের শরীর অসুস্থ হয়ে পড়াটা যুক্তি সাপেক্ষ নয় । তাছাড়া বিয়ের আগের দিন থেকে বাসররাত্রি পর্যন্ত দেহের ও মনের ওপর একটা উত্তেজনাভাব থেকে । তাই সাবধান হবার জন্য বিয়ে না হওয়া পর্যন্ত উপবাস পালন করা হয় । যদিও এর অনেক ধরণের কুসংস্কার ও আছে যেমন স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকে, সন্তানদের মঙ্গল হয় ইত্যাদি ।




No comments: