Header Ads

কালিদাস পণ্ডিতের হেঁয়ালি ধাঁধাঁ - ঈশ্বর প্রেমে মজলো মামী

কালিদাস পণ্ডিতের হেঁয়ালি ধাঁধাঁ - ঈশ্বর প্রেমে মজলো মামী  




কালিদাস পণ্ডিতের হেঁয়ালি ধাঁধাঁ
কালিদাস পণ্ডিতের হেঁয়ালি ধাঁধাঁ


কালিদাস পণ্ডিতের হেঁয়ালি ধাঁধাঁ



১. এক বস্তু দুটি বর্ণ,
    ছয়টি তল তার রক্তবর্ণ ।।


২. মাছের পেটে জন্মাল নারী,
     হলো সে রাজেশ্বরী ।।


৩. ও পাড়ায় মরল বুড়ি,
    এ পাড়ায় গন্ধ ভরা ভুরি ।।


৪. ভাই ভাতারি কেবা ছিল বল সাধু ভাই,
    বাপ ভাতারি আনল ডেকে কাদের কথা ভাই ।।


৫. থাকতে ঘরে আপন স্বামী,
     ঈশ্বর প্রেমে মজলো মামী ।।



উত্তর :


1 comment: