Header Ads

5G ইন্টার্নেট - সিনেমার কাল্পনিক ঘটনা আজ সত্যি হয়ে গেলো


5G ইন্টার্নেট - সিনেমার কাল্পনিক ঘটনা আজ সত্যি হয়ে গেলো...



রোবট ২.০ মুক্তির কিছু দিনের মধ্যেই ঘটেছে যে অবিশ্বাস কর ঘটনা। সিনেমার কাল্পনিক ঘটনা এই ভাবে যে সত্যি হয়ে যাবে একথা কেউ বুঝতে পারেনি । 2019 এর শুরুতেই ভারতে পরীক্ষামূলকভাবে চালু হবে 5G পরিষেবা, কিন্তু 5 জি চালু হতে না হতেই নেদারল্যান্ডের মৃত্যু হয় কয়েকশো পাখির । জানা গিয়েছে পরীক্ষামূলকভাবে 5 জি ইন্টারনেট পরিষেবা চালু করার পর নেদারল্যান্ডে একটি পার্কে প্রাণ হারিয়েছে প্রায় 300 পাখি । পরীক্ষামূলক ভাবে ফাইভ জি চালু করেছিল নেদারল্যান্ডস এর একটি কোম্পানী। দেশের একটি রেল স্টেশনে এ পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়। 5G ইন্টার্নেট এর পরীক্ষামূলক ভাবে চালু হওয়ার আগেই এত বড় ভয়ংকর দুর্ঘটনার শিকার আমাদের প্রকৃতি আর তার জেরেই প্রশ্ন উঠছে দেশের 5G পরিষেবা নিয়ে । দেশে ৫জি পরিষেবা চালুর আগে নেদারল্যান্ডস এর থেকে শিক্ষা নেবে না ভারত ? 





খবর সূত্রে জানা গেছে, উচ্চগতি ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট পরিষেবা চালু হতেই গাছ থেকে পড়তে শুরু করে একের পর এক পাখি । পাখিগুলো মরে যখন গাছ থেকে পড়ছিল তখন, পুকুরে সাতাঁর কাটা হাঁস ও অন্যান্য প্রাণী অদ্ভুদ আচরণ শুরু করে। এই মৃত্যু 5G রেডিয়েশন থেকেই হয়েছে কিনা তা পরিষ্কার নয় তাদের কাছে, তারা জানিয়েছেন পাখিগুলির দেহ থেকে কোন রকম বিষ পাওয়া যায়নি তবে তাদের দেহে প্রচুর আভ্যন্তরীণ রক্তক্ষরণের প্রমাণ মিলেছে ।

No comments: