এবার থেকে টাকা ভরুন, বিদ্যুত্ ব্যবহার করুন মোবাইল এর মতো ?
এবার থেকে টাকা ভরুন, বিদ্যুত্ ব্যবহার করুন মোবাইল এর মতো ?
এবার থেকে টাকা ভরুন, বিদ্যুত্ ব্যবহার করুন মোবাইল এর মতো |
মোবাইল এর মতো এবার থাকে রিচার্জ করতে হবে তবেই আপনার বাড়িতে লাইট জ্বলবে । হ্যাঁ, ঠিক শুনেছেন আবার থেকে ইলেকট্রিক মিটার গুলি প্রিপেড স্মার্ট মিটার হবে । মোবাইলের মতো প্রিপেড রিচার্জ এবার থেকে বিদ্যুতের মিটারেও । এমনই স্মার্ট মিটার চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার । লক্ষ্য একটাই- টাকা ভরুন, বিদ্যুত্ ব্যবহার করুন। বিপুল পরিমান অনাদায়ী বিল এর টাকা এবং হুকিং রুখতে এমন পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র ।
ভারতের বিদ্যুৎ বন্টন অনেক বড়ো পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার । বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির ক্ষতির ধাক্কা সামাল দিতেই এমন পদক্ষেপ বলে খবর । তাছাড়া বিদ্যুৎ এর অপচয় লাগাম দিতে এই পদক্ষেপ । শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, এই প্রিপেড স্মার্ট মিটার বসানো হবে গৃহস্থ বাড়িতেও।
কীরকম হবে এই মিটার?
মোবাইলে যেমন টক টাইম শেষ হলে আউটগোয়িং বন্ধ হয়ে যায়, এক্ষেত্রেও সেই ব্যবস্থা। বিদ্যুত্ খরচের সঠিক পরিমাণ জানা যাবে স্মার্ট মিটারে ।
কেন স্মার্ট মিটার?
১. বিদ্যুত্ চুরি।
২. বিপুল অনাদায়ী বকেয়া টাকা ।
৩. জ্বালানির খরচ বৃদ্ধি ।
৪. বিদ্যুতের অপরিমিত ব্যবহার, অপচয় ।
No comments: