কোন জিনিস সস্তা হলো, কোন জিনিস এর দাম বৃদ্ধি পেলো ? বাজেট ২০১৯
কোন জিনিস সস্তা হলো, কোন জিনিস এর দাম বৃদ্ধি পেলো ? বাজেট ২০১৯
কোন জিনিস সস্তা হলো, কোন জিনিস এর দাম বৃদ্ধি পেলো ? বাজেট ২০১৯ |
২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে দ্বিতীয়বার, জয় লাভ করেন নরেন্দ্র মোদি এবং একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেন । সরকার গঠনের প্রায় এক মাসের মধ্যেই শুক্রবার সংসদে পেশ হয় ২০১৯ এর বাজেট সংসদীয়মন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট পেশ করেন । বেশ কিছু জিনিসের দাম বেড়েছে এবং কিছু জিনিসের দাম কমেছে ।
দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের, সোনা ও অন্যান্য ধাতুর ওপর ১০ % থেকে ১২ % শুল্ক বাড়িয়েছেন নির্মলা সীতারামন এর ফলে দাম বেড়েছে সোনা ও রুপোর । এছাড়া গুটকা জর্দা ও অন্যান্য তামাক জাতীয় দ্রব্যের ০.৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে, প্রতি হাজারটি সিগারেটের ৫ টাকা ধার্য করা হয়েছে ৬৫ মিলিমিটারের সিগারেট এর ক্ষেত্রে এই ধার্য করা হয়েছে ।
দাম কমলো যেসব জিনিসের :
১. বিদ্যুৎ চালিত গাড়ি
২. গৃহঋণ
৩. উল ফাইবার
৪. প্রতিরক্ষা সরঞ্জাম
৫. কৃত্রিম কিডনি তৈরির কাঁচামাল
দাম বাড়লো যেসব জিনিসের :
১. পেট্রোল ও ডিজেল
২. সিসিটিভি ক্যামেরা, আইপি ক্যামেরা
৩. অপটিক্যাল ফাইবার ক্যাবল
৪. সোনা ও ধাতু
৫. কাগজ
৬. লাউড স্পিকার
৭. সিগারেট বিড়ি ও তামাক জাতীয় দ্রব্য
৮. ফ্লাগ,সকেট,সুইচ
৯. বছরে ব্যাংক থেকে নগদ এক কোটি টাকা তুললে কাটা হবে ২% টিডিএস
১০. পিভিসি
১১. টাইলস
১২. কাজু
১৩. অটো যন্ত্রাংশ
১৪. স্প্লিট এসি
বছরে ৫ লাখ টাকা পর্যন্ত রোজগার করলে দিতে হবে না কোন আয় কর...
No comments: