Header Ads

উঠে যাবে লাইক কাউন্ট ? আর লাইক করতে পারবেন না Facebook এ ?উঠে যাবে লাইক কাউন্ট ? আর লাইক করতে পারবেন না Facebook এ ?

আর লাইক হবে না Facebook এ ?


এবার থেকে আর ফেসবুক-এ লাইক করা যাবে না। দিনের পর দিন Facebook-এ লাইক এবং রিএক্ট-এর ঝড় যেভাবে বেড়ে চলেছে। এর ফলে অনেকেই লাইক না পেয়ে হতাশায় ভুগছেন।লাইক-এর খিদে যেন বেড়েই চলেছে। তাদের যেন লাইক পাওয়াটাই একটা বড়ো লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তাই এবার সম্ভবত লাইক গণনা করার ফিচারটি বন্ধ করে দিতে চলেছে  Facebook. 

কোন পোস্ট-এ কত লাইক পড়লো সেই সংখ্যা দেখানো বন্ধ হয়ে যেতে চলেছে খুব তাড়াতাড়ির মধ্যেই। ইতিমধ্যেই পরীক্ষা মূলক ভাবে শুরু হয়ে গিয়েছে কাজ। 

যদিও পরীক্ষা মূলক ভাবে এই কাজ সফল হয়ে গিয়েছে কিন্তু এখনও এই কাজ তারা সম্পূর্ণ চালু করেনি। May ২০১৯ থেকে এই প্রক্রিয়া চালু  করা হয়েছে। ইতালি, জাপান, ব্রাজিল, নিউজিলেন্ড ও অস্ট্রেলিয়া-তে সক্রিয় করা হয়েছে এই ফীচারটি। 

No comments: