Header Ads


sponsored

গ্যাস এর ভয়ঙ্কর দাম বৃদ্ধি, জেনে নিন এক ধাক্কায় কতটা দাম বাড়লো ?



গ্যাস এর ভয়ঙ্কর দাম বৃদ্ধি,

জেনে নিন এক ধাক্কায় কতটা দাম বাড়লো ?

গ্যাস এর ভয়ঙ্কর দাম বৃদ্ধি, জেনে নিন এক ধাক্কায় কতটা দাম বাড়লো ?


আরো একবার সাধারণ মধ্যবিত্ত মানুষের ঘাড়ে পড়লো আরো বড় ধাক্কা। এবার বাড়লো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম তাও আবার একবারে অনেক টাকা। বিগত কিছু মাস ধরে কমেছিল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। কিন্তু এবার নতুন মাসের শুরুতেই বাড়লো দাম। ঠিক কত টাকা দাম বাড়লো  একটু জেনে নেবো।


আগস্ট মাসের শেষে এলপিজি সংস্থা বিজ্ঞপ্তিতে জারি করেছিল, বাড়ানো হবে গ্যাস সিলেন্ডারের মূল্য। কিন্তু শুধুমাত্র বোরো বোরো চারটি শহরে বাড়ানো হয়েছে সিলিন্ডারের মূল্য। ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৫ টাকা ৫০ পয়সা। আগে এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৬০১ টাকা এখন সেই দাম বেড়ে হয়েছে ৬১৬ টাকা ৫০ পয়সা।

দিল্লিতে আগে ভুর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল ৫৭৪ টাকা ৫০ পয়সা এখন তা বেড়ে হয়েছে ৫৯০ টাকা। কলকাতা শহরে আগে এই সিলিন্ডারের দাম ছিল ৬০১ টাকা এখন তা বেড়ে হয়েছে ৬১৬ টাকা ৫০ পয়সা। পাশাপাশি চেন্নাই-এ এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করে করা হলো ৬০৬ টাকা ৫০ পয়সা।


No comments: