Header Ads

Lagnajita Chakraborty Preme Pora Baron Lyrics - প্রেমে পড়া বারণ, কারণে অকারণ

Lagnajita Chakraborty Preme Pora Baron Lyrics - প্রেমে পড়া বারণ, কারণে অকারণ


Lagnajita Chakraborty Preme Pora Baron Lyrics - প্রেমে পড়া বারণ, কারণে অকারণ





Song Credits:
Song name: Preme Pora Baron
Singer - Lagnajita Chakraborty
Music composer - Ranajoy Bhattacharjee
Lyrics - Ranajoy Bhattacharjee
Music arrangement,programming and music production - Ranajoy Bhattacharjee
Guitar - Raja Chowdhury
Violin - Rohan Roy
Recorded by Neel Basu at Sonic Solution Studio.
Mixing and mastering - Anirban Ganguly



Preme Pora Baron Lyrics in Bengali



প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ।
প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ,
প্রেমে পড়া বারণ।

তোমায় যত গল্প বলার ছিলো,
তোমায় যত গল্প বলার ছিলো,
সব পাঁপড়ি হয়ে গাছের পাশে,
ছড়িয়ে রয়ে ছিলো।
দাওনি তুমি আমায় সে সব,
কুড়িয়ে নেওয়ার কোনো কারন।

প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
ওই মায়া চোখে চোখ রাখলেও,
ফিরে তাকানো বারণ।
প্রেমে পড়া বারণ।

শূন্যে ভাসি রাত্রি এখনো গুনি,
তোমার আমার নৌকা বাওয়ার,
শব্দ এখনো শুনি

শূন্যে ভাসি রাত্রি এখনো গুনি,
তোমার আমার নৌকা বাওয়ার,
শব্দ এখনো শুনি
তাই মুখ লুকিয়ে, ঠোঁট ফুলিয়ে
বসন্তের এই স্মৃতিচারণ।

প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
মনে পড়লেও আজকে তোমায়,
মনে করা বারণ।
প্রেমে পড়া বারণ
.
.
প্রেমে পড়া বারণ।




Preme Pora Baron Lyrics in English



preme pora baron, karone akaron
anule angul rakhaleo haat dhora baron.
preme pora baron, karone akaron
anule angula rakhaleo haat dhora baron,
preme pora baron.

Tomay joto golpo bolar chilo,
Tomay joto golpo bolar chilo,
sab papari hoye gacher pase,
chariye roye chilo.
Daoni tumi amay se sob,
kuriye neoyar kono karon.

preme pora baron, karone akaron
oi maya chokhe chokha rakhaleo,
phire takano baron.
preme pora baron.

sunye bhasi ratri ekhano guni,
tomar amar nauka baoyar,
sobda ekhano suni

sunye bhasi ratri ekhano guni,
tomar amar nauka baoyar,
sobda ekhano suni
tai mukha lukiye, thot phuliye
basanter ei smriticharon.

preme pora baron, karone akaron
mane paraleo ajake tomay,
mane kara baron.
preme pora baron
.
.
preme pora baron.


No comments: