Utsav Song Lyrics | Durga Pujar Gaan 2019 | Mahalaya & Durga Puja Song 2019
Utsav Song Lyrics | Durga Pujar Gaan 2019
Utsav [Pujar Gaan] Song Lyrics In Bengali :
এতো সাজ সারাদিননতুনের সুরে রঙীন,
খুশি আজ দিশাহীন
স্বপ্নে পাওয়া সেইদিন।
তারাভরা এই রাতে
জোছনাদের আলাপ,
ছায়াপথের এই হদিস
ভুলে যাওয়া সংলাপ।
এভাবেই মিশে যাওয়া
কাশবনে এই হাওয়া,
ছুটি পাওয়া চোরাস্রোতে সামিল।
যেন নতুন কোনো এক দেশ
এলো ভোরের আকাশ, রাত শেষ
মন উড়লো খেয়ালি হাওয়ার শঙ্খচিল।
এই উৎসবের আয়োজনে
কান পেতে গান শোনে
শিউলি ফুলের দল।
সেই সুর সেই তানে শোনা,
শিশিরের আলপনা
একবার খুঁজে দেখি চল।
যেখানে শহর জুড়ে
সাঁঝ বেলার মেঘ যায় ভেসে,
সেখানেই গোধূলির নেশা, অবিকল।
তারাভরা এই রাতে
জোছনাদের আলাপ,
ছায়াপথের এই হদিস
ভুলে যাওয়া সংলাপ।
এভাবেই মিশে যাওয়া
কাশবনে এই হাওয়া,
ছুটি পাওয়া চোরাস্রোতে সামিল।
যেন নতুন কোনো এক দেশ
এলো ভোরের আকাশ, রাত শেষ
মন উড়লো খেয়ালি হাওয়ার শঙ্খচিল।
Utsav [Pujar Gaan] Song Lyrics In English :
Eto Saj Saradin
Notun Er Sure Rongin,
Khusi Aj Disha Hin
Sopn Pawa Sei Din.
Tara Vora Ei Raat
Jochonader Aalap,
Chaya Pother Ei Hodis
Vule Jawa Songlap.
Ei Vabei Mise Jawa
Kash Bone Ei Hawa,
Chute Pawa Chora Srote Samil.
Jeno Notun Kono Ek Desh
Elo Vorer Aakash, Raat Ses
Mon Urlo Kheyali Hawar Sonkhochil.
Ei Uthsober Ayojone Kan Pete Gaan Sone
Siuli Fuler Dol.
Sei Sur Sei Tane Sona,
Sisirer Alpona
Ekbar Khuje Dekhi Chol.
Jekhane Sohor Jure
Sanj Belar Megh Jai Vese,
Sekhanei Godhulir Nesa, Abikol.
Tara Vora Ei Raat
Jochonader Aalap,
Chaya Pother Ei Hodis
Vule Jawa Songlap.
Ei Vabei Mise Jawa
Kash Bone Ei Hawa,
Chute Pawa Chorasrote Samil.
Jeno Notun Kono Ek Desh
Elo Vorer Aakash, Raat Ses
Mon Urlo Kheyali Hawar Sonkhochil.
No comments: