প্রকাশিত হলো দূর্গা পূজা 2020 সালের তারিখ ও সময় | Durga Puja Date And Time 2020
প্রকাশিত হলো দূর্গা পূজা 2020 সালের তারিখ ও সময়
শীতের ঋতুর ছোয়া লেগেছে। আকাশে শুরু হয়েছে মেঘের খেলা। আহা কি অপরূপ মুহূর্ত ! যেন মন কেড়ে নেয়। হওয়ার তালে তালে দুলছে কাশফুল। আর সবাইকে জানান দিচ্ছে "মা আসছেন"। বাঙালিরা এরই মধ্যে মেতে উঠেছেন পুজোর আনন্দে। সবাই ব্যস্ত হয়ে পড়েছে পুজোর শপিং নিয়ে। কেও অনলাইন কেও বা শপিং মল দোকানে ঘুরে ঘুরে !
আর এইসব ছাড়াও সোশ্যাল মিডিয়া জগৎ-এ ভাইরাল হচ্ছে একটাই ক্যাপশন " মা আসছেন "। বাঙালির কাছে ইটা শুধু ক্যাপশন না, বাংলীর কাছে ইটা আবেগ। ফের আবার ভোরে উঠে সবাই মহালয়া-র জন্য অপেক্ষা করে রেডিও/টেলিভিশন এর সামনে বসবে। তার পর অপেক্ষার থাকবে আর মাত্র কয়েকদিন। ঢাকের আওয়াজে শুরু হয়ে যাবে ২০২০ এর দূর্গাপূজা। সব অপেক্ষা কাটানোর জন্য এক নজরে দেখে নিন ২০২০ সালের দূর্গাপূজার নির্ঘন্ট (সময়সূচি)।
- মহালয়া
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- মহাপঞ্চমী
বুধবার, ২১শে অক্টোবর ২০২০
- মহাষষ্ঠী
বৃহস্পতিবার, ২২শে, অক্টোবর ২০২০
- মহাসপ্তমী
শুক্রবার, ২৩শে, অক্টোবর ২০২০
- মহাঅষ্টমী
শনিবার, ২৪শে, অক্টোবর ২০২০
- মহানবমী
রবিবার, ২৫শে, অক্টোবর ২০২০
- বিজয়া দশমী
সোমবার, ২৬শে, অক্টোবর ২০২০
মহাদশমী মানেই কিন্তু বাঙালির দূর্গাপূজা শেষ না। দশমীর বিকেলে মন কেমনের সূর্যাস্তে সিঁদুর খেলার আনন্দে মেতে উঠে বাঙালি। এভাবেই খুশি মনে মা কে বিদায় জানায়। আর আবার শুরু হয় দিন গোনার অপেক্ষা। সবাই মিলে বলে উঠে " আসছে বছর আবার হবে "। আবার ফিরে ভাইরাল হবে পুরোনো ক্যাপশন " মা আসছেন "।
No comments: