Header Ads

ভূমিকম্প কেন হয় ? | Cause of the earthquake ? | ভূমিকম্পের কারণ ?



ভূমিকম্প কেন হয় ? - Cause of the earthquake ? -  ভূমিকম্পের কারণ ?


ভূমিকম্প কেন হয় ? ভূমিকম্পের কারণ - Because of the earthquake ?


ভূমিকম্প : ভূ-ত্বকের কিছু অংশ যদি কোনও আকস্মিক কারণে অল্প সময়ের জন্য কেঁপে ওঠে বা আন্দোলিত হয় এই রূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে ।



*** ভূমিকম্প কেন হয় ? ***

 ভূমিকম্পের কারণ : ভূমিকম্প হওয়ার প্রধান দুটি কারণ । একটা হল প্রাকৃতিক কারণ ও অপরটি হল মানুষের ক্রিয়াকলাপ জনিত কারণ ।

ক ) প্রাকৃতিক কারণ : প্রাকৃতিক কারণটি কে আবার ৬টি ভাগ করা যায়। 
১. ভূপৃষ্ঠজনিত : ভূবিজ্ঞানীদের মতে ভূত্বক কতগুলি চলমান বা সঞ্চারণশীল পাত দিয়ে তৈরী , এই পাত গুলিকে প্লেট বলে। এই প্লেটগুলোর নিচেই থাকে ভূ-অভ্যন্তরের সকল গলিত পদার্থ। কোনও প্রাকৃতিক কারণে এই গলিত পদার্থগুলোর স্থানচ্যুতি ঘটলে প্লেটগুলোরও কিছুটা স্থানচ্যুতি ঘটে। এ কারণে একটি প্লেটের কোনও অংশ অপর প্লেটের তলায় ঢুকে যায়, যার ফলে ভূমিতে কম্পন সৃষ্টি হয়।

২. ভূঅভ্যন্তরীণ বাষ্পচাপ : ভূত্বক এর নানা কারণে ভূগর্ভে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ক্রমাগত বৃদ্ধি পেলে তা ভূত্বকের নিম্নভাগ ধাক্কা দেয়; ফলে প্রচণ্ড ভূকম্পন সৃষ্টি হয় । 

৩. আগ্নেয়গিরির অগ্নুৎপাত : আগ্নেয়গিরির বিস্ফোরণ ও গলিত লাভা উৎক্ষিপ্ত হবার কারণে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে ।

৪. হিমবাহের প্রভাবে : বিশাল পরিমাণ হিমবাহ ভেঙে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নেমে আসতে পারে,  এর ফলেও ভূমিকম্প অনুভূত হতে পারে।

৫. উল্কাপাত : পৃথিবীর ওপর যদি বড় আকারের কোনও উল্কা এসে পড়ে তবে ভূমি কম্প হতে পারে ।

৬. ধ্বস :  ভূমির ধ্বসের ফলে ভূমিকম্প অনুভূত হতে পারে।

খ ) মানুষের ক্রিয়াকলাপ

১.পারমাণবিক বোমা বিষ্ফোরণ

২. নদী বাঁধ ও জলাধারে ভূমিকম্প


No comments: