Tumi Ke Lyrics Nachiketa - তুমি যদি চাও সূর্যকে নিয়ে যাবো তোমাদের বাড়ি
Tumi Ke Lyrics Nachiketa Chakraborty তুমি যদি চাও সূর্যকে নিয়ে যাবো তোমাদের বাড়ি
অ্যালবাম: চল যাব তোকে নিয়ে
গীতিকার: নচিকেতা চক্রবর্তী
সুরকার: নচিকেতা চক্রবর্তী
শিল্পী: নচিকেতা চক্রবর্তী
Tumi Ke Nachiketa Lyrics In Bengali
তুমি যদি চাও সূর্যকে নিয়ে,
যাবো তোমাদের বাড়ি,
তুমি যদি চাও অক্সিজেনের,
সাথে করে দিব আড়ি।
যদি তোমার দু’চোখ রাত্রি খোঁজে
পৃথিবীকে দিব মুড়ে,
তুমি চাইলেই বোবা পৃথিবীটা
ভরে দেব সুরে সুরে।
তুমি কে,তুমি কে,তুমি কে ও তুমি কে ?
তুমি চাইলেই চিৎকার করে বলব তোমার নাম
তুমি কে,তুমি কে,তুমি কে ও তুমি কে ?
তুমি চাইলেই আমি পরাবই যেন
বাঘের গলায় মালা,
তুমি চাইলেই কোন মন্ত্রীকে আমি
সোজা বলে দেব শালা।
এই আমার বুকেতে অনেক আগুন
গোটা দেশ যাবে জ্বলে,
তবু পারছিনা জ্বলে উঠতে
শুধু তুমি বলছনা বলে,
তুমি সুন্দর,তুমি সুন্দর
কি দারুন তোমার হাসি!
ঐ হাসির জন্য সহস্রবার
যেতে রাজি আমি ফাঁসি।
কোলকাতাটাকে কিনে এনে দিব
দিয়ে সাত টাকা দাম।
তুমি কে,তুমি কে,তুমি কে ও তুমি কে ?
তুমি চাইলেই ফিদা হুসেনকে দিয়ে
আঁকাব তোমার ছবি,
তোমাকেই নিয়ে লিখবে কবিতা
সাড়ে দশ হাজার কবি।
তুমি চাইলেই স্কুল সিলেবাসে
আমি তোমার জীবনী ছাপাব
তুমি চাইলেই ছয় ইঞ্চি স্কেলে
হিমালয়টাকে মাপাব,
তুমি চাইলেই দেবনা তো ভোট
লোক অথবা বিধান সভায়,
তুমি চাইলেই আমি চিরে দেব
বুক প্রকাশ্য জনসভায়,
তুমি চাইলেই খেয়ে নেব সায়ানাইড ৫০০ গ্রাম
তুমি কে,তুমি কে,তুমি কে ও তুমি কে?
তুমি কে,তুমি কে,তুমি কে,তুমি কে ?
তুমি কে,তুমি কে,তুমি কে,তুমি কে ?
Tumi Ke Nachiketa Lyrics In English
Tumi jodi chao suryake niye,
jabo tomader bari,
tumi jodi chao oxigen er,
sathe kore diba ari.
jodi tomar du chok ratri khonje
prithibike dibo mure,
tumi chailei boba prithibita
bhare deba sure sure.
Tumi ke,tumi ke,tumi ke o tumi ke?
Tumi chailei chitkar kare bolbo tomar naam
tumi ke,tumi ke,tumi ke o tumi ke?
Tumi chailei ami parabai jeno
bagher golay mala,
tumi chailei kono mantrike ami
soja bale deba sala.
ei amar bukete anek agun
gota desh jabe jwale,
tabu parachina jwale uthate
sudhu tumi bolchona bale,
tumi sundar,tumi sundar
ki darun tomar hasi!
Ai hasir janno sahasrabar
jete raji ami phansi.
Kolakatatake kine ene diba
diye sata taka dam.
Tumi ke,tumi ke,tumi ke o tumi ke?
Tumi chailei phida husenake diye
ankabo tomar chobi,
tomakei niye likhabe kobita
sare dasa hajar kobi.
Tumi chailei school syllabus e
ami tomar jibani chapabo
tumi chailei choy inch skele
himalayatake mapaba,
tumi chailei debana to vote
loka athaba bidhan sabhaya,
tumi chailei ami chire deba
buka prakasya janasabhay,
tumi chailei kheye neba sayanaida 500 gram
tumi ke,tumi ke,tumi ke o tumi ke?
Tumi ke,tumi ke,tumi ke,tumi ke?
Tumi ke,tumi ke,tumi ke,tumi ke?
No comments: