সহজ ভাষায় জেনে নিন বিটকয়েন ( Bitcoin ) কি ? | What is bitcoin in bengali
সহজ ভাষায় জেনে নিন বিটকয়েন ( Bitcoin ) কি ? | What is bitcoin in bengali
বিটকয়েন ( Bitcoin ) কি ? | What is bitcoin in bengali
বিটকয়েন হলো এক ধরনের মুদ্রা বা টাকা, কিন্তু এই মুদ্রাটি শুধু মাত্র ডিজিট্যাল ক্ষেত্রে ব্যবহার করা যায় । টাকা বা অন্যানো মুদ্রার মতো এটিকে ছুঁয়ে দেখা যাই না এটিকে Virtual Currency বলা হয় , শুধু মাত্র ডিজিট্যাল ক্ষেত্রে ব্যবহার করা যাই বলেই এটিকে Digital Currency বা Crypto Currency বলা হয়।
২০০৮ সালে বিটকয়েন এর জন্ম হয় এবং ২০০৯ সাল থেকে এর প্রচলন শুরু হয়,এবং bitcoin এর ওয়েবসাইট ( bitcoin.org ) এর সূচনা হয় ২০০৯ সাল থেকে। Bitcoin এর আবিস্কারক কে সেটা সঠিক জানা নেই, তবে bitcoin তথ্য অনুযায়ী বিটকয়েনের প্রথম দুটি বিকাশকারী, সাতোশি নাকামোটো ( Satoshi Nakamoto ) এবং মার্টি মাল্মি ( Martti Malmi ) মালিকানাধীন ছিল।
এক বিটকয়েন সমান কত টাকা ?
বর্তমানে বিটকয়েন এর মূল্য সর্বাধিক, ২০০৯ সালে বিটকয়েন এর সেইরকম কিছুই মূল্য ছিল না, কিন্তু বর্তমানে 1 bitcoin সমান 25 লাখ টাকার কাছাকাছি । যদিও মূল্যটি স্থিশীল নয়, প্রতিদিন কিছু কোন বেশি হতে থাকে।
No comments: