মা হলেন শ্রেয়া ঘোষাল - Shreya Ghoshal
মা হলেন শ্রেয়া ঘোষাল - Shreya Ghoshal
Image Source : Facebook
মা হলেন শ্রেয়া ঘোষাল - Shreya Ghoshal
শ্রেয়া ঘোষাল এর গান শুনে অনেকেই মুগ্ধ হন, কিন্তু এই খবরটা শুনলে মুগ্ধতা আরেকটু বাড়বে । ঠিক শুনেছে মা হয়েছেন শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল তার মা হওয়ার খবর গত মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় প্রথমবার শেয়ার করেন ।
সেই খবর আজ সত্যি হয়ে আলো হয়েছে শ্রেয়া ঘোষাল এর কোল। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছে একটা বহুমূল্য পুত্র সন্তান এর সাথে। এটি এমন অনুভূতি যা আগে কখনও অনুভূত হয়নি। শিলাদিত্য এবং আমি এবং আমাদের পরিবার সহ সবাই খুব খুশি। সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের অসংখ্য আশীর্বাদ আমাদের একগুচ্ছ খুশির জন্য।
No comments: