Header Ads

ওহ মাই গড অক্ষয় কুমারের নতুন চমক ! ( OMG 2 ) - Oh My God Movie Part 2 - শুটিং চলছে ওহ মাই গড টুয়ের

 ওহ মাই গড অক্ষয় কুমারের নতুন চমক ! ( OMG 2 ) - Oh My God Movie Part 2 - শুটিং চলছে ওহ মাই গড টুয়ের


omg,omg 2, akshay kumar, oh my god 2,oh my god movie part 2( OMG 2 ) - Oh My God Movie Part 2 - শুটিং চলছে ওহ মাই গড টুয়ের

ওহ মাই গড সিনেমাতে অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের জুটি মন কেড়েছিল সবার । ওই সিনেমাটা দেখার পরে অনেক মানুষের মনে জেগেছিল সেই বিস্ময়কর কথা ওহ মাই গড ( হে ভগবান ) পছন্দ হয়েছিল অক্ষয় কুমার এর অভিনয়,তাছাড়া দর্শকদের হৃদয় ছুঁয়েছিল পরেশ রাওয়াল । অক্ষয় কুমার আজ পর্যন্ত অনেক সিনেমা উপহার দিয়েছে তার সুপ্রিয় দর্শকদের । তার অনেক সিনেমায় মানুষের মনে ছাপ ফেলে গেছে, তিনি প্রমাণ করেছেন যে ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতা দের মধ্যে তিনিও কম নয় । কিন্তু প্রায় ২ বছর তেমনভাবে কোন সিনেমায় উপহার দিতে পারেননি তিনি । ২০২১ সালের শেষদিকে সুরিয়াবানসি সিনেমাটি রিলিজ হয় এবং দর্শকদের আকর্ষণ লাভ করে । 
Akshay Kumar এর OMG সিনেমাটি যেমন ভাবে মানুষের মন ছুঁয়ে গিয়েছিলো, তেমনি এবার OMG এর পরে আসতে চলেছে OMG 2 ( Oh My God Movie Part 2 ), হ্যাঁ ঠিকই শুনেছেন অক্ষয় কুমারের লুক দেখে অবাক হয়ে পড়বেন । সম্প্রতি শোনাযাচ্ছে যে OMG ( Oh My God Movie ) তে অক্ষয় কুমার যেমন শ্রী কৃষ্ণের রূপ নিয়েছিলেন তেমনি Oh My God Movie Part 2 তে জটাধারী শিব অর্থাৎ মহাদেব এর রূপ নেবেন। মুম্বাই এর বান্দ্রা তে অন্য Oh My God Movie Part 2 shoot এর সময় এমন ছবি ধরা পড়েছে, এবং টুইটার এ শেয়ার করেছেন অক্ষয় কুমার। 

Twitter PostNo comments: