কি ভাবে জিমেইল এ ফোল্ডার তৈরী করা হয় ? | How Create Folder In Gmail ( Bengali )
কি ভাবে জিমেইল এ ফোল্ডার তৈরী করা হয় ? | How Create Folder In Gmail ( Bengali )
How Create Folder In Gmail ( Bengali )
কি ভাবে জিমেইল এ ফোল্ডার তৈরী করা হয় ?
জিমেইল এ খুব সহজ ভাবে ফোল্ডার তৈরী করার জন্য কিছু ধাপ অতিক্রম করতে হয় ।
Create Gmail Folder :
প্রথম ধাপ : প্রথমে আপনার জিমেইল একাউন্টটি লগইন করুন ।
দ্বিতীয় ধাপ : মাউস এর সাহায্যে স্ক্রোল করুন নিচের দিকে ।
তৃতীয় ধাপ : এরপর লেবেলস খুঁজে পানবেন ( জিমেইলে ফোল্ডাকে লেবেল বলে )
চতুর্থ ধাপ : এবার লেবেল লেখাটির পরে "প্লাস" (+) চিহ্ন টি আসবে, সেখানে ক্লিক করুন ।
পঞ্চম ধাপ : এর পর নিউ লেবেল নামে একটি ডায়লগ বাক্স খুলে আসবে । সেখানে প্রয়োজন মতো নাম কীবোর্ড এর সাহায্যে টাইপ করুন ।
ষষ্ট ধাপ : এবার নীল রঙের সুইচ ( Create ) ক্লিক করুন ।
No comments: