Header Ads

Fall In Love With ANCHOLIK KOBITA | ভাষা টুকুর লাইগে | পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় কবিতা | BENGALI POEM

 Fall In Love With ANCHOLIK KOBITA | ভাষা টুকুর লাইগে | পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় কবিতা | BENGALI POEM

 
Fall In Love With ANCHOLIK KOBITA | ভাষা টুকুর লাইগে | পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় কবিতা | BENGALI POEM

Fall In Love With ANCHOLIK KOBITA | ভাষা টুকুর লাইগে | 

পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় কবিতা | BENGALI POEM

 

 ভাষা টুকুর লাইগে   
                       কলমে: মনোজ কুমার মন্ডল
 
এ বাবা ভাষা বটে,
বইলবো নাই,
এত হাঁসি তোদের কেনে পাচ্ছে?
হামরা না হয় গাঁইয়া বটি,
পায়ে নাই হাওয়াই চটি,
গতর খাটায় বেলা ট যাই
তা বলে কি হামদের ভাষায়,
কথা বলার অধিকার নাই।
শুধুই তোদের হাসি ট পাই,
ন কি আছিস কোনো সমস্যায় ?


এ বাবা ভাষা বটে,
বইলবো নাই,
পড়াশুনা কম করেইছি,
টাকা পয়সার অভাব দমে,
তাই বলে কি হামরা বাবু
নিজের কথা বিকবো কমে ।
দমে দামি হামদের ভাষা
সবাই নাই বলতে পারে,
তোদের মতো লোকরা বাবু
মুখে লয়, পেটে হাসে মরে ।
মুখে হাসতে, তোদের লাজ লাগে,
তবু তোদের কে হাসতে হয়,
পেটের ভিতর হাইসে তোরা,
কাটাই ছিস হামদের লুকানো ভয় ।
এমন হাসিটা তোদের মুখে লইয়,
চিরকাল যেমন পেটের ভিতরেই রয়।


এ বাবা ভাষা বটে,
বইলবো নাই,
কথা বলেইছি ঠিক করেছি,
হামদের ভাষা,
আরো বেশি করে বলইবো।
মানভূমের ভাষাটকে,
সাথে নিয়েই চলইবো।
তোরাও তো কথা বলিস,
কত রকম ফূর্তি করিস,
কথার মাঝে গাল টোও মারিস
কই আমরা তবু হাসি ?
তোদের মতো হাইসলে তবে,
দিথিস তোরা ফাঁসি ।
হামরা কি অমন বঠি বাবু
লোকের ভাষায় হাসি, কবু ?
দেখেইছিস সত্যি বল,
সত্যি কথা বলার সময়,
করছিস কেনে ছল ।।
সত্যিটা বল ।।
দেখি সত্যিটা বল ।।


ভাষার মর্ম হামরা বুঝি,
ভাষায় হামদের মান,
ভাষার লড়াই করতে যাইয়ে,
গেছে কত নিরীহ প্রাণ ।
ভাষা নিয়ে লহড়ে হামরা,
গান গাইয়েছি কত,
টুসু, ভাদু, বিশ্ব মাঝে,
ঘুরছে আজও অবিরত,
বিহারবাসী আজও জানে,
হামদের গানের ছন্দ,
ভাষার লাইগে হামরা তবু,
হয়েইছিলি বাবু মন্দ ।।
বাংলাটাও ভাগ হয়েইছে,
এই ভাষার কথা ভাইবে,
হামদের জেলাটাও কম করে নাই,
শুধু এই ভাষা টুকুর লাইগে।
এই ভাষা টুকুর লাইগে । 

 
 

 

No comments: