Header Ads

Fall in Mother's Love | পলাশের কবিতা | মায়ের স্নেহ ও ভালোবাসা | মা ও ছেলের কবিতা

 Fall in Mother's Love | পলাশের কবিতা | মায়ের স্নেহ ও ভালোবাসা | মা ও ছেলের কবিতা








Fall in Mother's Love | পলাশের কবিতা | মায়ের স্নেহ ও ভালোবাসা | মা ও ছেলের কবিতা


Fall in Mother's Love | পলাশের কবিতা | মায়ের স্নেহ ও ভালোবাসা | মা ও ছেলের কবিতা




 *পলাশের কবিতা* 

তুই কবে ফুটবি রে পলাশ
                 কলমে : মনোজ কুমার মন্ডল 


তুই কবে ফুটবি রে পলাশ, 
জনম দুঃখিনীর ঘরে,
আলোয় রাঙা আকাশ পাবো,
কালো মেঘের নীড়ে, 
তুই কবে ফুটবি রে পলাশ, 
জনম দুঃখিনীর ঘরে ।।

গ্রীষ্ম কবে বিদায় বলেছে,
মনে নেই তো আমার,
বর্ষা সেদিন অঝোরে কেঁদেছিলো,
ভালো লাগে না আর ।।

শরৎ ছিল মায়ের মন্দিরে,
দিয়েছে ভিক্ষার ঝুলি,
হেমন্ত এসে দিলো ডাক,
নিয়ে যা তোর পদ ধূলি ।। 

শীতের রাতে পেটের খিদে,
মেনে ছিল সেদিন হার,
ফিরে আয় বসন্ত পলাশ,
আজ তোকে খুব দরকার ।।

তুই কবে ফুটবি রে পলাশ, 
জনম দুঃখিনীর ঘরে...
কবে তোকে কাছে পাবো,
দেখবো দুচোখ ভরে ।।

তোর ফুলেতে হার বানাবো,
পাবো রে ষোলয়ানা,
তোর সুভাষে মন ভরাতে,
ভ্রমণকারী রা করবে হানা ।। 

আমার ঘরের রাঙা আলো,
ছড়াবে রে চারিদিকে,
জনম দুঃখিনীর দুঃখ মুছতে,
হাত বাড়াবে হাজার লোকে ।।

তুই কবে ফুটবি রে পলাশ, 
জনম দুঃখিনীর ঘরে...
তুই কবে ফুটবি রে পলাশ, 
জনম দুঃখিনীর ঘরে...



No comments: