জানেন ? আমাদের ভারতবর্ষে লোক সভার প্রতিটি রাজ্যের আসন সংখ্যা কত | Lok Sabha Vote
জানেন ? আমাদের ভারতবর্ষে লোক সভার প্রতিটি রাজ্যের আসন সংখ্যা কত | Lok Sabha Vote
জানেন ? আমাদের ভারতবর্ষে লোক সভার প্রতিটি রাজ্যের আসন সংখ্যা কত | Lok Sabha Vote
সুপ্রাচীন কাল থেকেই ভারতবর্ষ অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। ঐতিহাসিক সিন্ধু সভ্যতা এই অঞ্চলেই গড়ে উঠেছিল শুধু তাই নয় ইতিহাসে বিভিন্ন পর্বে এখানেই স্থাপিত হয়েছিল বিশালাকার একাধিক সাম্রাজ্য । হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ—বিশ্বের এই চার ধর্মের উৎসভূমি ভারত। ১৫ই আগস্ট ১৯৪৭ এ দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় । শুরু হয় জনগণের রায়, জনগণের হাতে আসে দেশের ভবিষৎ । জনগণের হাতের ক্ষমতা আর এক নাম ভোট। যেটার নিশ্চিত হয় ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী । লোক সভা ও বিধান সভা ভোটের মাধ্যমে তার ফল জানা যাই।
চলুন জেনে নেওয়া যাক ভারতবর্ষের এই লোক সভা ভোটের আসন সংখ্যা কত এবং কোনো রাজ্যে কত ?
ভারতবর্ষের এই লোক সভা ভোটের মোট আসন সংখ্যা হলো ৫৪৩ যা বিভিন্ন রাজ্যে আসন সংখ্যার যোগফল।
State
Andhra Pradesh 25
Arunachal Pradesh 2
Assam 14
Bihar 40
Chhattisgarh 11
Goa 2
Gujarat 26
Haryana 10
Himachal Pradesh 4
Jharkhand 14
Karnataka 28
Kerala 20
Madhya Pradesh 29
Maharashtra 48
Manipur 2
Meghalaya 2
Mizoram 1
Nagaland 1
Odisha 21
Punjab 13
Rajasthan 25
Sikkim 1
Tamil Nadu 39
Telangana 17
Tripura 2
Uttar Pradesh 80
Uttarakhand 5
West Bengal 42
Union
territory
Andaman and Nicobar Islands - 1
Chandigarh 1
Dadra and Nagar Haveli
and Daman and Diu 2
Jammu and Kashmir 5
Ladakh 1
Lakshadweep 1
Delhi 7
Puducherry 1
No comments: