১৫ ই আগস্ট এ সুন্দর একটি বক্তব্য রাখতে চান ? | Independence Day | 15 August Speech in Bengali
১৫ ই আগস্ট এ সুন্দর একটি বক্তব্য রাখতে চান ? স্বাধীনতা দিবস | Independence Day | 15 August Speech in Bengali
১৫ ই আগস্ট এ সুন্দর একটি বক্তব্য রাখতে চান ? স্বাধীনতা দিবস | Independence Day | 15 August Speech in Bengali
১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সুন্দর একটি বক্তব্য রাখতে চান ? তাহলে নিদ্বিধায় খুব সহজ এবং সংক্ষিপ্ত বক্তব্য সবার সামনে তুলে ধরুন । স্বাধীনতা দিবস সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি,অফিস, ক্লাব, ভারতবর্ষের সমস্ত প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে । অনেকেই এই দিন স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন । তাই স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবর্ষের প্রতিটি স্বাধীন হৃদয়ের জনগণের জন্য ১৫ ই আগস্ট এ একটি বক্তব্য...
নমস্কার,
এখানে উপস্থিত বরিষ্ঠ সকলকে আমার প্রণাম, সম্মানিত শিক্ষক ও শিক্ষিকা কে আমার আন্তরিক শ্রদ্ধা এবং সহপাঠী ও ছোটদের আমার ভালোবাসা । প্রায় ২০০ বছর ভারতবর্ষ দেখেছিলো ব্রিটিশদের লাল চোখ, নির্মম অত্যাচার, পশুসুলভ আচরণ । ভারতবর্ষ ব্রিটিশদের পরাধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ইতিহাস কে স্মরণ করে প্রতি বছর ১৫ আগস্ট তারিখটিতে ভারতবর্ষে স্বাধীনতা দিবস পালন করা হয় । আজ ভারতবর্ষের ৭৭ তম পূর্ণ স্বাধীনতা দিবস ও ৭৮ তম বর্ষের জন্য আমরা পতাকা উত্তোলন করতে চলেছি । ভারত ব্রিটিশ শাসকদের রাজশক্তির থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল এক কথায় স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছিলো । যদিও ওই সময় মুখের কথা ছিল না স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া । ভারতবর্ষের শত শত মহান আত্মত্যাগী বীরপুরুষের অসীম সাহসিকতার এবং জীবনের বলিদানের জন্যই ভারতবর্ষ ১৯৪৭ সালে ১৫ই আগস্ট স্বাধীনতা লাভ করে । আমরা আজকে স্বাধীন ভাবে বাঁচি দেশে বিদেশে মাথা উঁচু করে আছি শুধু তাদের জন্যে । আমরা কেমন করে ভুলি তাদের কথা যাদের কারণে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছি। নেতাজি,ভগত সিং, ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী, প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রমূখ ব্যক্তিবর্গ। আজকে ভারতবর্ষের ৭৭ তম পূর্ণ স্বাধীনতা দিবসে আমরা সেই আত্মত্যাগী মানুষদের শ্রদ্ধা জানিয়ে তাদেরকে নত মস্তিষ্কে প্রণাম জানায় । আজকের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সমস্ত স্কুল কলেজ অফিস আদালত ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয় ও জাতীয় সংগীত গাওয়া হয় এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশবাসী একত্রিত হয়ে পতাকা উত্তোলন করেন । সর্বশেষে আমরা গর্বের সাথে বলতে চাই আমরা স্বাধীন, বান্দে মাতারাম জয় হিন্দ ।
No comments: