রামায়ণ নিয়ে কিছু প্রশ্ন উত্তর | Ramayana Question And Answer In Bengali
রামায়ণ নিয়ে কিছু প্রশ্ন উত্তর | Ramayana Question And Answer In Bengali
![]() |
রামায়ণ নিয়ে কিছু প্রশ্ন উত্তর | Ramayana Question And Answer In Bengali |
রামায়ণ নিয়ে কিছু প্রশ্ন উত্তর | Ramayana Question And Answer In Bengali
১. ‘পউম চরিঅ’-এর সর্গ ও শ্লোক সংখ্যা লিখুন ।
উত্তর :- ১১৮টি সর্গ ও ৯০০০ শ্লোক ।
২. অদ্ভূত রামায়ণ কার রচনা ?
উত্তর :- বাল্মীকি ।
৩. রামায়ণ অবলম্বনে ভাসের নাটকগুলির নাম লিখুন ।
। উত্তর :- প্রতিমা ও অভিষেক ।
৪. রামায়ণ অবলম্বনে ভবভূতির নাটকগুলির
নাম লিখুন ।
উত্তর :- মহাবীরচরিত ও উত্তররামচরিত ।
৫. রামায়ণে বৌদ্ধধর্মের প্রভাব কতখানি?
উত্তর :- প্রক্ষিপ্ত অংশে বৌদ্ধধর্মের প্রভাব লক্ষিত। এখানে রামের মুখে বুদ্ধের উল্লেখ আছে। রামচন্দ্র বুদ্ধকে নাস্তিক বলে উল্লেখ করেছেন । জাবালির উপদেশের মধ্যেও এর প্রভাব লক্ষিত ।
৬. বাল্মীকিকে আদিকবি বলা হয় কেন?
উত্তর :- বাল্মীকির সময় থেকেই মূলতঃ লৌকিক কাব্যরচনার সূত্রপাত ঘটে। বাল্মীকির পূর্বে অখণ্ড কোন কাব্য রচিত হয় নি । সুপ্রচলিত অনুষ্টুপ ছন্দকে প্রথম প্রয়োগ করেন বাল্মীকি । তাই তাকে আদিকবি বলা হয়।
৭. যোগবাশিষ্ঠ রামায়ণ কী?
উত্তর :- পুরাণ জাতীয় গ্রন্থ বিশেষ।
৮. ‘যোগবাশিষ্ঠ রামায়ণ’ এর অপর নাম কী?
উত্তর :- মহারামায়ণ ।
৯. রামায়ণের প্রশংসা গীত কোনটি?
উত্তর :- যাবৎ স্থাস্যস্তি গিরয়ঃ সরিতশ্চ মহীতলে ।
তাবদ্ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি ।।
১০. রামকাহিনি প্রথম কে কার কাছে বিবৃত করেন ?
উত্তর :- ব্রহ্মা নারদের কাছে ।
১১. বালিদ্বীপে প্রাপ্ত রামায়ণের নাম কী
উত্তর :- চরিত্র রামায়ণ ।
১২. শ্যামদেশে (থাইল্যন্ড) প্রাপ্ত রামায়ণের নাম কী ?
উত্তর :- রামকিয়েন ।
১৩. মালেশিয়ায় প্রাপ্ত রামায়ণের নাম কী?
উত্তর :- হিকাকৎ শেরীরাম ।
১৪. রামায়ণ কোন রীতিতে রচিত ও কোন গুণ বিশিষ্ঠ ?
উত্তর :- বৈদভীরীতি ও প্রসাদগুণ ।
১৫. ‘আর্ষপ্রয়োগ’ কী ?
উত্তর :- দুই মহাকাব্যে প্রচলিত অপাণিনীয় পদের প্রয়োগকে ‘আর্ষপ্রয়োগ’ বলে ।
১৬. রামায়ণকে ‘চতুর্বিংশতিসাহসীসংহিতা’ বলা হয় কেন ?
উত্তর : ২৪০০০ শ্লোক থাকায় ।
১৭. রামায়ণে উক্ত নায়ক নায়িকা ও প্রতিনায়ক কে ?
উত্তর :- নায়ক – রামচন্দ্র, নায়িকা – সীতা ও প্রতিনায়ক – রাবণ ।
১৮. রামায়ণের মুখ্যরস কী ?
উত্তর :- করুণ ।
১৯. রামায়ণে কয়টি বৃহৎ সমাজের কথা জানা যায় ?
উত্তর :- তিনটি । (১) অযোধ্যার রঘুবংশ, (২) কিষ্কিন্ধ্যার বানরবংশ ও (৩) লঙ্কার রাক্ষসবংশ ।
২০. রাবণের পতনের কারণগুলি কী ?
উত্তর বলদর্প, জিগীষা ও কামোন্মত্ততা ।
২১. রামায়ণ অবলম্বনে রচিত দুটি সংস্কৃত মিলনান্তক নাটকের নাম লিখুন ।
উত্তর :- ভবভুতির ‘উত্তররামচরিত’ ও দিনাগের ‘কুন্দমালা’ ।
২২. দশরথের প্রথমা মহিষীর নাম কী ?
উত্তর :- কৌশল্যা ।
২৩. রামায়ণ অবলম্বনে রচিত একটি চম্পুকাব্যের নাম কী ?
উত্তর :- রামায়ণচম্পূ ।
২৪. ‘রাম’ শব্দের অর্থ কী ?
উত্তর :- ‘রম্ + ঘঞ’ রাম । যোগীরা যাতে আনন্দ পান তাই রাম ।
২৫. ‘বাল্মীকি’ নাম হল কেন ?
উত্তর :- ‘বল্মীক’-এ আবৃত ঋষি, তাই বাল্মীকি
২৬. ‘নারদ’ শব্দের অর্থ কী ?
উত্তর :- অজ্ঞান দূর পূর্বক জ্ঞান দাতা ।
২৭. রামায়ণের কয়টি সংস্করণ ?
উত্তর :- তিনটি । কাশ্মীরী, বঙ্গীয় ও মুম্বই সংস্করণ ।
২৮. ‘নেপালীরামায়ণ’ কে রচনা করেন ?
উত্তর :- ভানুভক্ত ।
২৯. ‘রামচরিতমানস’ কার রচনা ?
উত্তর :- তুলসীদাস ।
৩০. বাংলাভাষায় রচিত রামায়ণের নাম কী ?
উত্তর :- শ্রীরামপাঁচালী ।
৩১. ব্রহ্মা পুষ্পকরথ কাকে দান করেন ?
উত্তর :- কুবের ।
৩২. হনুমানকে গ্রাস করেছিল কোন্ দানবী ?
উত্তর :- সিংহিকা ।
৩৩. জনকের গুরু ও উপদেষ্টা কে ছিলেন ?
উত্তর :- যাজ্ঞবল্ক্য ।
৩৪. রাজা দশরথের প্রধান উপদেষ্টা কে ?
উত্তর :- সুমন্ত্র ।
৩৫. দশরথের কুলগুরু কে ছিলেন ?
উত্তর :- বশিষ্ঠ ।
৩৬. ‘মৈথিলী’ নামে কে পরিচিত ?
উত্তর :- সীতা ।
৩৭. ‘ত্রিজটা’ কে ?
উত্তর :- রাবণের অনুচরী । অশোকবাটিকায় সীতার রক্ষিণী ।
৩৮. ঋষ্যশৃঙ্গ মুনির পিতা কে ছিলেন ?
উত্তর :- বিভাণ্ডক মুনি ।
৩৯. ‘কুম্ভকর্ণ’ নাম হয়েছিল কেন ?
উত্তর :- কুম্ভের (কলসী) মত কান ছিল তাই
৪০. ‘রাবণ’ নাম হয়েছিল কেন ?
উত্তর :- ভীষণ ‘রব’ করেছিল তাই ।
৪১. ‘তারা’ কে ?
উত্তর :- বালীর স্ত্রী ।
৪২. ‘কমললোচন’ কাকে বলা হয়?
উত্তর :- রামকে ।
৪৩. লক্ষ্মণকে কে শক্তিশেল নিক্ষেপ করেন ?
উত্তর :- রাবণ।
৪৪. রামলক্ষ্মণকে ‘নাগপাশে’ কে আবদ্ধ করেন?
উত্তর :- ইন্দ্রজিৎ।
৪৫. শক্তিশেলে আহত লক্ষ্মণের পুনর্জীবনের জন্য কয়টি ওষধির প্রয়োজন ছিল?
উত্তর :- চারটি। মৃতসঞ্জীবনী, বিশল্যকরণী, সর্বণ্যকরণী ও সন্ধানী ।
৪৬. “শম্বুক’কে কে বধ করেন?
উত্তর :- রাম ।
৪৭. ‘লবণাসুর’ কার হাতে নিহত হন?
উত্তর :- শত্রুঘ্ন।
৪৮. ‘সেতুবন্ধন’ কে করেছিলেন?
উত্তর :- নল।
৪৯.সীতাকে কোথায় বন্দী রাখা হয়েছিল?
উত্তর :- অশোকবাটিকায়।
৫০. কবন্ধরাক্ষস পূর্বের জনো কি ছিল ?
উত্তর :- কুবের / শ্রী-দানবের পুত্র দনু ।
৫১. বালী ও সুগ্রীব কার পুত্র ছিলেন ?
উত্তর :- ইন্দ্র, সূর্য ও ঋক্ষরজা ।
৫২. পম্পাসরোবরের তীরে কে তর্পণ করেন ?
উত্তর :- রাম ।
৫৩. সুগ্রীবের প্রধান সচিব কে ?
উত্তর :- হনুমান ।
৫৪. দেবতাগণ হনুমানের লঙ্কাযাত্রার পথে কাকে বাধা দিতে নির্দেশ দেন ?
উত্তর :- সুরসা সাপিনী । (সুরমা)
৫৫. ‘মারুতি’ কার অপর নাম ?
উত্তর :- হনুমান ।
৫৬. শত্রুঘ্নের পত্নীর নাম কি ?
উত্তর :- শ্রুতকীর্তি ।
৫৭. ‘আদিরামায়ণ’ নামে কোন গ্রন্থটি পরিচিত ?
উত্তর :- ভূশন্ডী রামায়ণ ।
৫৮. রামায়ণে উক্ত কতকগুলি আর্যেতর জাতির নাম লিখুন ।
উত্তর :- শক, পল্লব, কম্বোজ, বর্বর, ম্লেচ্ছ, কিরাত, পুলিন্দ, কৈবর্ত, চন্ডাল, আরণ্য প্রভৃতি জাতির নাম ।
৫৯. অহল্যাকে কোন মুনি বিবাহ করেন ?
উত্তর :- গৌতম ।
৬০. ‘গাধেয়’ কে ?
উত্তর :- বিশ্বামিত্র ।
৬১. জৈনরামায়ণ নামে বিখ্যাত কোন গ্রন্থটি ?
উত্তর :- হেমচন্দ্রের “ত্রিষষ্টিশলাকাপুরুষ’ ।
৬২. রাবণের মামার নাম কি ?
উত্তর :- কালনেমি ।
৬৩. রামায়ণের সর্বপ্রাচীন টীকাটির নাম কি ?
উত্তর :- রামানুজের ‘রামানুজীয় টীকা’ । ১৪শ শতক।
৬৪. রামায়ণের সর্বপ্রাচীন ও মৌলিক পাঠ কী ?
উত্তর :- দক্ষিণীপাঠ ।
৬৫. রামায়ণের কয়টি পাঠ ও কী কী ?
উত্তর :- গৌড়ীয় বা বঙ্গীয়, পশ্চিমোত্তরীয় ও দক্ষিণ ভারতীয় ।
৬৬. কোন দেবতার তেজে সুগ্রীবের জন্ম হয় ?
উত্তর :- সূর্য ।
৬৭. ব্যাধের দ্বারা বাণ বিদ্ধ পাখিটির নাম কি ?
উত্তর :- "কোকিল"
৬৮. বাল্মীকির পিতা ও মাতার নাম কি ?
উত্তর :- চারণ ও সুকন্যা ।
৬৯. বালীর পুত্র কে ?
উত্তর :- অঙ্গদ ।
৭০. জটায়ুর পিতা-মাতার নাম কী ?
উত্তর :- অরুণ ও শ্যেনী ।
৭১. কোন দেবতার তেজে বালীর জন্ম ?
উত্তর :- ইন্দ্র ।
৭২. বাল্মীকি কোন নদীর তীরে সাধনামগ্ন হয়েছিলেন ?
উত্তর :- তমসা ।
৭৩. রাজা হরিশ্চন্দ্রের পুত্র কে ?
উত্তর :- রোহিতাশ্ব ।
৭৪. রামায়ণের অপর নাম কি ?
উত্তর :- রামচরিত / আদিকাব্য ।
৭৫. রামায়ণের এক একটি ভাগকে কি বলে ?
উত্তর :- কাণ্ড ।
৭৬. রামচন্দ্রের হরধনু ভঙ্গের কাহিনী কোন কান্ডে আছে ?
উত্তর :- আদি ।
৭৭. রাবণ সীতাকে কোন বন থেকে অপহরণ করেন ?
উত্তর :- পঞ্চবটী ।
৭৮. রামচন্দ্রের বনবাসজীবন কোন কাণ্ডে বর্ণিত ?
উত্তর :- অরণ্য ।
৭৯. কোশল দেশের রাজধানী কোথায় ?
উত্তর :- অযোধ্যা ।
৮০. পৃথিবীতে রামায়ণের অমরত্ব লাভের কথা কে কীভাবে ব্যক্ত করেছেন ?
উত্তর :- ব্রহ্মা । যাবৎ স্থাস্যন্তি গিরয়ঃ …লোকেষু প্রচরিষ্যতি ৷৷
৮১. নয়টি কাণ্ড বিশিষ্ট রামায়ণের নাম কী ?
উত্তর :- আনন্দরামায়ণ ।
৮২. রামায়ণে কোন্ বংশীয় রাজাদের কাহিনি বর্ণিত হয়েছে ?
উত্তর :- ইক্ষ্বাকু ।
৮৩. সীতার অপরনাম ‘জানকী’ কেন ?
উত্তর :- জনকের কন্যা তাই নাম ‘জানকী’ ।
৮৪. ‘সীতা’ কীসের রূপক ?
উত্তর :- কৃষি ।
৮৫. ‘সীতা’ শব্দের অর্থ কী ?
উত্তর :- লাঙ্গলের ফলা ।
৮৬. ব্রহ্মাণ্ডপুরাণের অন্তর্গত রামায়ণের নাম লিখুন ।
উত্তর :- অধ্যাত্ম রামায়ণ ।
৮৭. রামায়ণ কার লেখা?
উত্তর :- মহর্ষি বাল্মীকি।
৮৮. বাল্মীকি রচিত রামায়ণের নাম কী?
উত্তর :- শ্রীমদ্বাল্মীকীয় রামায়ণম্।
৮৯. রামায়ণের পরিচ্ছেদের নাম কী?
উত্তর :- কান্ড।
৯০. রামায়ণের কাণ্ডের নামগুলি ক্রমান্বয়ে লিখুন।
উত্তর :- আদি, অযোধ্যা, অরণ্য, কিষ্কিন্ধ্যা, সুন্দর, যুদ্ধ ও উত্তরকান্ড।
৯১. রামায়ণের প্রক্ষিপ্তকাণ্ড কোনগুলি?
উত্তর :- বালকাণ্ড ও উত্তরকান্ড।
৯২. রামকাহিনি কে কার কাছে বিধৃত করেন?
উত্তর :- ব্রহ্মা নারদের কাছে।
৯৩. রামায়ণের নামান্তর কী?
উত্তর :- রামচরিত, চতুর্বিংশতিসাহসী সংহিতা, রঘুবংশচরিত, পৌলস্ত্যবধ।
৯৪. রামায়ণের রূপান্তর কী?
উত্তর :- পউম চরিত্র, রামকাহিনি, শ্রীরামপাঁচালী
৯৫. আদিকাব্য কাকে বলে?
উত্তর :- রামায়ণকে।
৯৬. রামায়ণকে আদিকাব্য বলে কেন?
উত্তর :- লৌকিক সংস্কৃত শ্লোকে প্রথম রচিত বলে।
৯৭. রামায়ণ রচনার অন্তরালে কী ঘটনা ঘটেছিল?
উত্তর :- ক্রৌঞ্চীর করুণ বিলাপে শোকার্ত ঋষির শ্লোক কথন।
৯৯. রামায়ণের আদি শ্লোকটি লিখুন।
উত্তর :- মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ।
যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধীঃ কামমোহিতম্।।
১০০. রামায়ণের আশীর্বাদমূলক শ্লোকটি লিখুন।
উত্তর :- যাবৎ স্থাস্যস্তি গিরয়ঃ সরিতশ্চ
মহীতলে । তাবদ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি।।
১০১. রামায়ণের নামে অন্য একটি রামায়ণের নাম লিখুন ।
উত্তর :- অদ্ভুত রামায়ণ ।
১০২. রামায়ণে কয়টি কাণ্ড, অধ্যায় ও শ্লোক আছে ?
উত্তর :- ৭টি কাণ্ড, ৫০০টি অধ্যায় এবং ২৪হাজার শ্লোক ।
১০৩. রামায়ণ শব্দের অর্থ কী ?
উত্তর :- রাম + অয়ন অর্থাৎ রাম চরিত ।
১০৪. আদিকবি কে ?
উত্তর :- মহর্ষি বাল্মীকি ।
১০৫. তাঁর উচ্চারিত প্রথম শ্লোকটি লিখুন ।
উত্তর :- মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ।
যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধীঃ কামমোহিতম্।।
১০৭. বাল্মীকি রচিত রামায়ণের সুন্দর কান্ডকে ‘সুন্দরকাণ্ড’ বলা হয় কেন ?
উত্তর :- কাব্যসৌন্দর্য বিচারে অন্যান্য কাণ্ড অপেক্ষা শ্রেষ্ঠ হওয়ায় ।
১০৮. রামকাহিনির উপর রচিত দুটি যমক কাব্যের নাম লিখুন ।
উত্তর :- কৃষ্ণমোহনের ‘রামলীলামৃত’ ও শ্রীকণ্ঠের ‘রবূদয়’ ।
১০৯. লাসেন এর মতে রামায়ণের গঠনকে কয়ভাগে ভাগ করা হয় ?
উত্তর :- চার ভাগে।
(১) হিমালয়ের দিকে সলক্ষ্মণসীতা রামের নির্বাসন।
(২) গোদাবরী তীরে নির্বাসন ও রাক্ষস নিধন।
(৩) দাক্ষিণাত্যে গমন।
(৪) লঙ্কায় যুদ্ধযাত্রা।
১১০. বাল্মীকির পিতার নাম কী?
উত্তর :- চ্যবন / প্রচেতা (মতান্তর আছে)
১১১. বাল্মীকি কার নিকট হতে রামকথা শোনেন?
উত্তর :- দেবর্ষি নারদের নিকট ।
১১২. দশরথ কে ছিলেন ?
উত্তর :- রামচন্দ্রের পিতা । আসলনাম নেমি ।
১১৩. দশরথের পিতা ও কন্যার নাম লিখুন ।
উত্তর :- পিতা অজ । কন্যা শাস্তা ।
১১৪. রামায়ণের কোন কাস্তে প্রকৃতির কথা বেশি বলা হয়েছে ?
উত্তর : কিঙ্কিন্ধ্যাকাণ্ডে ।
১১৫. প্রাকৃত ভাষায় রচিত রামায়ণ কার রচনা ?
উত্তর :- জৈনকবি বিমলসূরি
১১৬. দশরথের মধ্যমা মহিষীর নাম কী ?
উত্তর :- সুমিত্রা ।
১১৭. দশরথের কনিষ্ঠা মহিষীর নাম কী ?
উত্তর :- কৈকেয়ী ।
১১৮. দশরথের পুত্রদের নাম ক্রমান্বয়ে লিখুন ।
উত্তর :- রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন ।
১১৯. দশরথের জামাতার নাম কী ?
উত্তর :- ঋষ্যশৃঙ্গ ।
১২০. মহর্ষি জাবালি রামচন্দ্রকে কি উপদেশ দিয়েছিলেন ?
উত্তর :- অযোধ্যা ফিরে যাওয়ার ।
১২১. কোন রামায়ণে সীতা কালীর রূপ ধারণ করে রাবণ বধ করেন ?
উত্তর :- অদ্ভুত রামায়ণে ।
১২২. রামায়ণে উল্লিখিত ৪ টি স্ত্রী দেবতার নাম লিখুন ।
উত্তর :- ইন্দ্রাণী, বারুণী, লক্ষ্মী, বসুমতী ।
১২৩. জটায়ুর দাদা কে ?
উত্তর :- সম্পাতি ।
১২৪. ভরতের স্ত্রী কে ?
উত্তর :- মাণ্ডবী ।
১২৫. সুগ্রীব কোন রাজ্যের রাজা ?
উত্তর :- কিষ্কিন্ধ্যা ।
১২৬. বৈদিক পরম্পরা অনুসারে রামায়ণ কী নামে পরিচিত ?
উত্তর :- রামায়ণ সংহিতা ৷
১২৭. রাম ও লক্ষ্মণের মধ্যে কে আগে দেহত্যাগ করেন ?
উত্তর :- লক্ষ্মণ ।
১২৮. রামচরিত কি রসাশ্রিত ?
উত্তর :- করুণ ।
১২৯. শবরী কোন মুনির সেবায় রত ছিলেন ?
উত্তর :- মতঙ্গমুনি ।
১৩০. রামায়ণ অবলম্বনে ভাসের নাটকগুলির নাম লিখুন ।
। উত্তর :- প্রতিমা ও অভিষেক ।
১৩১. রামায়ণ অবলম্বনে ভবভূতির নাটকগুলির
নাম লিখুন ।
উত্তর :- মহাবীরচরিত ও উত্তররামচরিত ।
১৩২. রামায়ণে বৌদ্ধধর্মের প্রভাব কতখানি?
উত্তর :- প্রক্ষিপ্ত অংশে বৌদ্ধধর্মের প্রভাব লক্ষিত। এখানে রামের মুখে বুদ্ধের উল্লেখ আছে। রামচন্দ্র বুদ্ধকে নাস্তিক বলে উল্লেখ করেছেন । জাবালির উপদেশের মধ্যেও এর প্রভাব লক্ষিত ।
১৩৩. বাল্মীকিকে আদিকবি বলা হয় কেন?
উত্তর :- বাল্মীকির সময় থেকেই মূলতঃ লৌকিক কাব্যরচনার সূত্রপাত ঘটে। বাল্মীকির পূর্বে অখণ্ড কোন কাব্য রচিত হয় নি । সুপ্রচলিত অনুষ্টুপ ছন্দকে প্রথম প্রয়োগ করেন বাল্মীকি । তাই তাকে আদিকবি বলা হয়।
১৩৪. যোগবাশিষ্ঠ রামায়ণ কী?
উত্তর :- পুরাণ জাতীয় গ্রন্থ বিশেষ।
১৩৫. ‘যোগবাশিষ্ঠ রামায়ণ’ এর অপর নাম কী?
উত্তর :- মহারামায়ণ ।
১৩৬. রামায়ণের প্রশংসা গীত কোনটি?
উত্তর :- যাবৎ স্থাস্যস্তি গিরয়ঃ সরিতশ্চ মহীতলে ।
তাবদ্ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি ।।
১৩৭. রামকাহিনি প্রথম কে কার কাছে বিবৃত করেন ?
উত্তর :- ব্রহ্মা নারদের কাছে ।
১৩৮. বালিদ্বীপে প্রাপ্ত রামায়ণের নাম কী
উত্তর :- চরিত্র রামায়ণ ।
১৩৯. শ্যামদেশে (থাইল্যন্ড) প্রাপ্ত রামায়ণের নাম কী ?
উত্তর :- রামকিয়েন ।
১৪০. মালেশিয়ায় প্রাপ্ত রামায়ণের নাম কী?
উত্তর :- হিকাকৎ শেরীরাম ।
১৪১. রামায়ণ কোন রীতিতে রচিত ও কোন গুণ বিশিষ্ঠ ?
উত্তর :- বৈদভীরীতি ও প্রসাদগুণ ।
১৪২. ‘আর্ষপ্রয়োগ’ কী ?
উত্তর :- দুই মহাকাব্যে প্রচলিত অপাণিনীয়
পদের প্রয়োগকে ‘আর্ষপ্রয়োগ’ বলে ।
১৪৩. রামায়ণকে ‘চতুর্বিংশতিসাহসীসংহিতা’ বলা
হয় কেন ?
উত্তর : ২৪০০০ শ্লোক থাকায় ।
১৪৪. রামায়ণে উক্ত নায়ক নায়িকা ও প্রতিনায়ক কে ?
উত্তর :- নায়ক – রামচন্দ্র, নায়িকা – সীতা ও প্রতিনায়ক – রাবণ ।
১৪৫. রামায়ণের মুখ্যরস কী ?
উত্তর :- করুণ ।
১৪৬. রামায়ণে কয়টি বৃহৎ সমাজের কথা জানা যায় ?
উত্তর :- তিনটি । (১) অযোধ্যার রঘুবংশ, (২) কিষ্কিন্ধ্যার বানরবংশ ও (৩) লঙ্কার রাক্ষসবংশ ।
১৪৭. রাবণের পতনের কারণগুলি কী ?
উত্তর বলদর্প, জিগীষা ও কামোন্মত্ততা ।
১৪৮. রামায়ণ অবলম্বনে রচিত দুটি সংস্কৃত
মিলনান্তক নাটকের নাম লিখুন ।
উত্তর :- ভবভুতির ‘উত্তররামচরিত’ ও দিনাগের ‘কুন্দমালা’ ।
১৪৯. দশরথের প্রথমা মহিষীর নাম কী ?
উত্তর :- কৌশল্যা ।
১৫০. দশরথের মধ্যমা মহিষীর নাম কী ?
উত্তর :- সুমিত্রা ।
১৫১. দশরথের কনিষ্ঠা মহিষীর নাম কী ?
উত্তর :- কৈকেয়ী ।
No comments: