Header Ads

পুরীর রথযাত্রার এই তথ্য গুলি হয়তো আপনার অজানা ?

পুরীর রথযাত্রার এই তথ্য গুলি হয়তো আপনার অজানা ?





পুরীর রথযাত্রার এই তথ্য গুলি হয়তো আপনার অজানা ?



পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা ছাড়াও ভারতের প্রায় বিভিন্ন জায়গাতে পালিত হয় রথযাত্রা । রথযাত্রার দিন রথে চড়ে সুভদ্রা ও বলরামকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি জন্য রওনা দেন জগন্নাথ । পুরোনো রীতি অনুসরণ করে ভোর তিনটে থেকে শুরু হয় জগন্নাথ এর পুজো, পুজো শেষ হলে শুরু হয় রথযাত্রা ।
পুরীর রথযাত্রা সম্পর্কে অজানা তথ্য : -

১. পুরীতে প্রতি বছর নতুন করে রথ গুলি তৈরী করা হয় ।

২. জগন্নাথের রথের নাম হলো নন্দীঘোষ, এই রথের উচ্চতা প্রায় ৪৫ ফুট এবং ১৬ টি চাকা দিয়ে তৈরী । ৮৩২ টি কাঠের টুকরো দিয়ে তৈরী হয় নন্দীঘোষ,  রথের মাথায় যে পতাকা থেকে তার নাম ত্রৈলোক্যমোহিনী এবং রথের রশির নাম শঙ্খচূড়া নাগুনি ।

৩. বলরামের রথের নাম হলো তালধ্বজ, এই রথের উচ্চতা প্রায় ৪৪ ফুট এবং ১৪ টি চাকা দিয়ে তৈরী । ৭৬৩ টি কাঠের টুকরো দিয়ে তৈরী হয় তালধ্বজ,  রথের মাথায় যে পতাকা থেকে তার নাম উন্যানী এবং রথের রশির নাম বাসুকি নাগ । 

৪. সুভদ্রার রথের নাম হলো দর্পদলন, এই রথের উচ্চতা প্রায় ৪৩ ফুট এবং ১২ টি চাকা দিয়ে তৈরী । ৬৮৪ টি কাঠের টুকরো দিয়ে তৈরী হয় দর্পদলন,  রথের মাথায় যে পতাকা থেকে তার নাম নদম্বিকা এবং রথের রশির নাম স্বর্ণচূড়া নাগুনি ।





No comments: