Header Ads

একডাকে সাড়া দিতে নেই কেন ?

একডাকে সাড়া দিতে নেই কেন ?
একডাকে সাড়া দিতে নেই কেন
একডাকে সাড়া দিতে নেই কেন ?


একডাকে সাড়া দিতে নেই কেন ?
অনেক দিন আগের থাকে আমাদের সমাজে একটি রীতি প্রচলিত আছে, যে ঘুমাবার সময় বা রাত্রেবেলা কেউ ডাকলে একডাকে কখনো সাড়া দিতে নেই ।

যদি মনে হয় যে ঘরের লোক ডাকছে তাও কিন্তু এক ডাকে সাড়া দিতে নেই ।

এই রীতিটি কুসংস্কার মনে হলেও এর একটি বিজ্ঞানিক যুক্তি আছে । মানুষ ঘুমাবার সময় তার শরীর এবং নার্ভ সিস্টেম অচেতন অবস্থায় থাকে ।

এই রকম অবস্থায় আমাদের অচেতন শরীর এবং ব্রেন অনেক সময় সঠিক ভাবে পর্যবেক্ষণ করতে পারে না, কে ডাকছে বা শব্দ টা কথার থাকে আসছে । 

তাই এই অবস্থায় সাড়া দিলে অনেক দুষ্টলোক এর সুযোগ নিতে পারে, এবং আপনার সম্পত্তি বা জীবন এর ক্ষতি হতে পারে ।


No comments: