রঘুনাথপুরবাসী দের জন্য খুশির খবর, রঘুনাথপুর বাস টার্মিনাস
Raghunathpur Bus Terminus : রঘুনাথপুরবাসী দের জন্য এর থাকে বড় খুশি খবর আর কি হতে পারে ?
Raghunathpur Bus Terminus |
এলাকাবাসীর দাবি মেনে রঘুনাথপুরে শুরু হবে রঘুনাথপুর বাস টার্মিনাসের কাজ । দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম ও রাজ্য পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে একটি বৃহৎ বাস ট্যার্মিনাস তৈরী হবে বলে জানা গেছে, আরো জানা গেছে যে ১ একর এরও বেশি জায়গা জুড়ে তৈরী হবে এই ট্যার্মিনাস শুধু তাই নয় সঙ্গে থাকবে শপিং কমপ্লেক্স । রঘুনাথপুর বাস ট্যার্মিনাস হওয়ার পর, এলাকা বাসীদের যাতায়াত ব্যবস্থা অনেক সুবিধাজনক হবে ।
রঘুনাথপুর এর Super Speciality Hospital তৈরির পর পরিত্যাগ করা হয়েছে রঘুনাথপুর মহকুমা হাসপাতাল এর জমি । রঘুনাথপুর মহকুমা হাসপাতাল এর পুরোনো জায়গাটি অব্যহৃত অবস্থায় পড়ে আছে । হাসপাতাল এর জায়গাটি ছাড়াও সংলগ্ন এক একর এরও বেশি জমি নিয়ে তৈরী হতে চলেছে রঘুনাথপুর বাস টার্মিনাসের কাজ । খুশির খবর হলো রঘুনাথপুর থেকে প্রায় সব জেলাতেই এই ট্যার্মিনাস থেকে বাস যাবে ।
No comments: