Header Ads

জানুন, কারিনা কাপুর-এর পরা এই পোশাকের দাম কত টাকা ?



জানুন, কারিনা-র পরা এই পোশাকের দাম কত টাকা ?


জানুন, কারিনা কাপুর-এর পরা এই পোশাকের দাম কত টাকা ?


ডান্স ইন্ডিয়া ডান্স সিজন সেভেন-এর হয়ে গিয়েছিলেন কারিনা কাপুর এবং সেখান থেকেই শুরু হয় এই চর্চা। সেখানে তিনি জাহেদ জার্মানোসের পোশাক পরে যেন ঝলকে ওঠেন। এরপর থেকেই  গল্প শুরু হয় তার এই নীল সবুজ রঙের পোশাক নিয়ে। উঠে আসছে নানান কথা, ভাইরাল হতে থাকে নিউস। 

এর আগে কারিনাকে কোন টেলিভিশন শো-এ দেখা যায়নি। ডান্স ইন্ডিয়া ডান্স সিজন সেভেন-এর বিচারক হিসেবে তিনি ওই টিভি শো-এ গিয়েছিলেন। বলিউডের বাইরে এই প্রথমবার তাকে দেখা গেল ডান্স ইন্ডিয়া ডান্স সিজন সেভেন এর টেলিভিশন শো-এ। আর শো-এ তাকে দেখা যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয় এক নতুন ঝড়। 



কিন্তু এখন প্রশ্ন হল, তিনি যে পোশাকটি পরে "ডান্স ইন্ডিয়া ডান্স" সিজন সেভেন-এর শো-এ গিয়েছিলেন সেই পোশাকটির দাম কত ? বলিউড লাইফ-এর খবর অনুযায়ী জানা গিয়েছে, কারিনা কাপুর ওই যে নীল-সবুজ রং-এর পোশাক পরেছিলেন তার দাম নাকি 1,65,238 টাকা। 

শুনে অবাক হয়ে গেলেন তো ? সত্যিই অবাক হয়ে যাওয়ার মতো ব্যাপার! যে পোশাকটি পরে তিনি ডান্স ডান্স ইন্ডিয়া ডান্স টেলিভশন শো-এ  হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষের কাছে সেই টাকা পুরো ১ বছরের উপার্জনের সমান। 



No comments: